শেখ মামুন রাজবাড়ী প্রতিনিধি :রাজবাড়ীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি ও নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে প্যাথলজি চার্জ গ্রহন করার দায়ে রাজবাড়ীতে ২ টি প্রতিষ্ঠান কে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৭ মার্চ) দুপুরে রাজবাড়ী জেলা সদরে এই অভিযান পরিচালনা করা হয়।
রাজবাড়ী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ভোক্তা অধিদফতর সংরক্ষণ আইনে সদর উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে বন্ধু মেডিকেল হলকে ৫১ ধারায় ৫ হাজার টাকা এবং নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে প্যাথলজি চার্জ গ্রহন করার দায়ে নিরাময় ক্লিনিককে ৪০ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়াও অভিযানে জব্দকৃত প্রায় ১ কার্টুন ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ জব্দ করা হয়।
অভিযান চলাকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্বলিত লিফলেট বিতরণ করা হয় এবং আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়।