স্বাধীনতা ও শহীদ জিয়া একসূত্রে গাঁথা ইতিহাস—ডা.মাজহার

Slider রাজনীতি


গাজীপুর: বাংলাদেশের স্বাধীনতার সোনালি ইতিহাসের নাম শহীদ জিয়া। নিজের স্ত্রী-পুত্রকে পাকিস্তানী হানাদার বাহিনীর হাতে রেখে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করে যিনি পৃথিবীর শ্রেষ্ঠ সমর নায়ক হয়েছেন, তাঁর নাম শহীদ জিয়া।

শহীদ জিয়া বাংলাদেশের দেশপ্রেমের টেক্সটপেপার।মুক্তিযুদ্ধকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন প্রথম বেতার ভাষনে বলেছিলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষনা আমাদের লেলিনগ্রাদ এর কথা মনে করিয়ে দেয়। তৎকালীন মরহুম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের অবদানের জন্য এই বীরকে “বীর উত্তম“ খেতাবে ভূষিত করেন। অথচ, আজকের দুএকজন অর্বাচীন মন্ত্রী বলেন শহীদ জিয়া মুক্তিযুদ্ধ করেন নি।

এসব মন্ত্রীরা আগে পরে বাজে কথা বলে আদালতে খেসারত দিয়েছেন। এখন আবার, শহীদ জিয়াকে হেয় করতে যেয়ে নিজেদের নেতাদেরকেই হেয় করছেন। আজ দেশবাসী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চায়। গাজীপুরে জিয়া পরিষদের এক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষনে এসব কথা বলেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা.মাজহারুল আলম।

প্রধান অালোচক মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি মীর হালিমুজ্জামান ননী বলেন, বিনাভোটের সরকার দেশ চালাতে ব্যর্থ হয়ে নির্যাতন চালাচ্ছে।

গাজীপুর জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় মাফিকুর রহমান সেলিমের সভাপতিত্বে ও আজহারুল ইসলাম মন্ডলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি আঃসামাদ মোল্লা, গাজীপুর মহানগর বিএনপির সহসভাপতি এড. মেহেদী হাসান এলিস, সহসভাপতি আশরাফ হোসেন টুলু, মহানগর বিএনপির সা্ংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন তালুকদার, জেলা জিয়া পরিষদের সভাপতি সাংবাদিক দেলোয়ার হোসেন,সাধারন সম্পাদক আসাদুজ্জামান সোহেল, বিএনপি নেতা ইজ্জত আলী, যুবদলের জেলা যুগ্মসম্পাদক হালিম শিকদার, এড. মেহেদী হাসান জনি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *