রাতুল মন্ডল শ্রীপুর:তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে শ্রীপুরে সকাল ৮ টা থেকে কঠোর নিরাপত্তায় ভোটগ্রহণ শুরু হয়েছে। কঠোর নিরাপত্তা শান্তিপূর্ণ পরিবেশ দিলেও নির্বাচনে ভোটারদের উপস্থিতি নেই বললেই চলে। ভোটার না থাকায় ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের অলসভাবে সময় কাটাতে দেখা গেছে।
উপজেলার নগরহাওলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটার না থাকায় দুই আনসার সদস্য বিদ্যালয়ে শিশুদের জন্য তৈরীতে দুলনায় দোল খাচ্ছে।
নেহালীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মোট ভোটার ১৩৮৪ জন। বেল সাড়ের এগারোটা পর্যন্ত সাড়ে তিনশ ভোট ক্লাস্ট হয়েছে।
অপর কেন্দ্র বেড়াইদেরচালা সরকারী প্রাথমিক বিদ্যালয় পুরুষ কেন্দ্রের ৩হাজার তিনশ ৪০টি ভোট। এর মধ্যে বেলা ১১টা পনের মিনিট পর্যন্ত তিনশ ভোটার তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেছেন।
সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার জানান ১৮১০জন ভোটারের মধ্যে বেলা পৌনে ১২টা পর্যন্ত ৩২৭ ভোট কাস্ট হয়েছে।
গলদাপাড়া নিয়ামত আলী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সারোয়ার আলম জানান, মোট ভোটার ১৭৬১জন, এর মধ্যে চারশ মতো ভোট প্রদান করা।
তুলা গবেষণা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আকরাস হোসেন জানান, ৩১১৮জন, এর মধ্যে ৩২৭টি ভোট কাস্ট হয়েছে।