চিত্রাঙ্গদা সিং৷ বলিউডের প্রথম সারির নায়িকা নন৷ অভিনয়েও ততটা সেরা নন৷ তবু তিনি প্রায়ই পেজ থ্রির শীর্ষে চলে আসেন৷ সেটা কি নেহাতই অকারণে? মোটেই নয়৷ এই মুহূর্তে চিত্রাঙ্গদার মতো সুন্দরী, সেক্সি অভিনেত্রী বলিউডে খুব কমই আছেন৷
তবু সাফল্য শব্দটা যেন তাঁর থেকে কিছুটা দূরত্ব বজায় রেখেই চলে৷ তবু চেষ্টা করে তো দেখতেই হবে৷ এই রাস্তাতেই হাঁটছেন চিত্রাঙ্গদা৷
অভিনয় তো অনেক হল৷এবার তিনি প্রযোজনায় আসতে চলেছেন৷ খ্যাতনামা ভারতীয় হকি খেলোয়াড় সন্দীপ সিংয়ের বায়োপিক নিয়ে তৈরি একটি ছবির মাধ্যমেই প্রযোজক হিসেবে হাতেখড়ি হতে চলেছে তাঁর।
ভারতীয় হকি দলের প্রাক্তন এই অধিনায়কের কৃতিত্বেই ২০০৯ সালে ১৩ বছর পর সুলতান আজলান শাহ কাপ আসে দেশের হাতে৷ কিন্তু তাঁর অসাধারণ মনের জোর বোঝানোর জন্য এটাই একমাত্র ঘটনা নয়৷
এই ম্যাচ জেতার ঠিক তিন বছর আগে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবলে পড়েন সন্দীপ৷ দুবছর তিনি প্রায় পক্ষাঘাতগ্রস্ত হয়ে থাকেন এবং দীর্ঘদিনের জন্য হুইলচেয়ারই তাঁর ঠিকানা হয়ে পড়ে৷
তবু সাফল্য শব্দটা যেন তাঁর থেকে কিছুটা দূরত্ব বজায় রেখেই চলে৷ তবু চেষ্টা করে তো দেখতেই হবে৷ এই রাস্তাতেই হাঁটছেন চিত্রাঙ্গদা৷
অভিনয় তো অনেক হল৷এবার তিনি প্রযোজনায় আসতে চলেছেন৷ খ্যাতনামা ভারতীয় হকি খেলোয়াড় সন্দীপ সিংয়ের বায়োপিক নিয়ে তৈরি একটি ছবির মাধ্যমেই প্রযোজক হিসেবে হাতেখড়ি হতে চলেছে তাঁর।
ভারতীয় হকি দলের প্রাক্তন এই অধিনায়কের কৃতিত্বেই ২০০৯ সালে ১৩ বছর পর সুলতান আজলান শাহ কাপ আসে দেশের হাতে৷ কিন্তু তাঁর অসাধারণ মনের জোর বোঝানোর জন্য এটাই একমাত্র ঘটনা নয়৷
এই ম্যাচ জেতার ঠিক তিন বছর আগে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবলে পড়েন সন্দীপ৷ দুবছর তিনি প্রায় পক্ষাঘাতগ্রস্ত হয়ে থাকেন এবং দীর্ঘদিনের জন্য হুইলচেয়ারই তাঁর ঠিকানা হয়ে পড়ে৷