১. বুগাট্টি ভেয়রন সুপার স্পোর্ট
বর্তমানে এই গাড়িটিকেই পৃথিবীর সবচেয়ে দ্রুততম গাড়ি বলে মানা হয়। এই গাড়িটি সমতল রাস্তায় মাত্র ২.৪ সেকেন্ডে এর স্পীড ০-৬০(মাইল) এ তুলতে পারে-এ থেকেই বোঝা যায় এর পারফরম্যান্স এর মান কতটুকু। পৃথিবীর দ্রুততম গাড়িটি প্রতি ঘণ্টায় ২৬৭মাইল (৪৩০ কি.মি) অতিক্রম করতে পারে। এর ৮ লিটার ডব্লিউ-১৬ ইঞ্জিনটির কার্যক্ষমতা ১২০০ হর্সপাওয়ার। গাড়িটির বর্তমান বাজারমূল্য অন্যান্য গাড়ির তুলনায় অনেক বেশি। এর প্রাথমিক মুল্য হল ২.৪ মিলিয়ন ডলার (প্রায় ১৯ কোটি টাকা)। উপরের গাড়িগুলোর সাথে তুলনা করলে বুঝতে পারবেন যে, এর মুল্য কতটা বেশি। তবে এর পারফরম্যান্স বিবেচনা করলে গাড়িটির এই মুল্য আসলে ন্যায্য মূল্য। এই গাড়িটি এর স্পীড আর পারফরম্যান্স এর জন্য অনেক এ্যাওয়ার্ড পেয়েছে। ১৮৮৮ কেজি ওজনের এই গাড়িটি আসলেই এক বিস্ময়কর আবিষ্কার।
২. হেনেসি ভেনম জিটি
গাড়িটি ঘণ্টায় ২৬৫ মাইল (প্রায় ৪২৬ কি.মি) অতিক্রম করতে পারে। এটি মাত্র ২.৫ সেকেন্ডেই এর স্পীড ০-৬০(মাইল) এ তুলতে পারে। এর টার্বোচার্জড ভি-৮ ইঞ্জিনটি ১২০০ হর্সপাওয়ারবিশিষ্ট। এমনকি একবার টেস্টে দেখা গেছে যে এটি ২৭৫ মাইল(ঘণ্টায়) পর্যন্তও যেতে পারে। সিক্স স্পীড ম্যানুয়াল ট্রান্সমিশনবিশিষ্ট ১২৪৪ কেজি ওজনের এই গাড়িটির বর্তমানে বাজারদর ০.৯৫ মিলিয়ন ডলার (৭.৩৭ কোটি টাকা)
৩. কোনিগসেগ এগেরা আর
গাড়িটি ২.৯ সেকেন্ডে এর স্পীড ০-৬০(মাইল) এ তুলতে পারে। এটি ঘণ্টায় ২৬০ মাইল (৪১৮ কি.মি) পর্যন্ত পৌছাতে পারে। ১০৯৯ হর্সপাওয়ারবিশিষ্ট এই গাড়িটি মোটামুটি সহজেই তুষারের উপর দিয়ে চলতে পারে। ১৪৩৫ কেজি ওজনের এই গাড়িটির বর্তমানে প্রাথমিক বাজারদর ১.৬ মিলিয়ন ডলার (১২.৪০ কোটি টাকা)। খুবই ধনী ও নামী মানুষদের কাছে এটি একটি জনপ্রিয় গাড়ি।
৪. এসএসসি আল্টিমেট এরো
এই টুইন-টার্বো ইঞ্জিনবিশিষ্ট গাড়িটির ইঞ্জিনের কার্যক্ষমতা ১১৮৩ হর্সপাওয়ার। এটি ২.৭ সেকেন্ডে স্পীড ০-৬০(মাইল) এ তুলতে পারে। এটি ঘণ্টায় ২৫৮ মাইল (৪১৫ কি.মি)অতিক্রম করতে পারে। এই গাড়িটি পারফরম্যান্স এর হিসেবে অন্যান্য গাড়ির তুলনায় মোটামুটি সাশ্রয়ী মুল্যে পাওয়া যায়। বর্তমানে এর প্রাথমিক বাজারদর ০.৬৫ (৫.০৪ কোটি টাকা) মিলিয়ন ডলার। গাড়িটির ওজন ১২৭০-১২৯২ কেজি পর্যন্ত হয়।
৫. ৯এফএফ জিটি-নাইন আর
“গাড়িটি ৯এফএফ জিটি-নাইন” নামেও পরিচিত। এই গাড়িটি দেখতে অনেকটা হুবহু পর্শে ৯১১ এর মত। আসলে গাড়িটি পর্শে গাড়ির উপর ভিত্তি করে নির্মিত। ১১২০ হর্সপাওয়ারবিশিষ্ট এই গাড়িটি সমতল রাস্তায় এর স্পীড ০-৬০(মাইল) এ তুলতে পারে ২.৯ সেকেন্ডে। প্রতি ঘণ্টায় গাড়িটি ২৫৭ মাইল (৪১৪ কি.মি) যেতে পারে। এখন পর্যন্ত এই গাড়ি উৎপাদন করা হয় মাত্র ২০টি তাই এই গাড়িটি সহজে খুঁজে পাওয়া যায় না। ১৩২৬ কেজি ওজনের এই গাড়িটির বর্তমানে প্রাথমিক বাজারমূল্য ০.৭ মিলিয়ন ডলার (৫.৪৩ কোটি টাকা)। তথ্যসূত্রঃ সুপারকার্স