প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্তঃ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করীম বলেছেন, প্রধানমন্ত্রী ইসলামবান্ধব।
ইসলাম বিষয়ে শিক্ষা গ্রহণকারীদের সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ে চাকরি পাওয়ার অধিকার রয়েছে।
মঙ্গলবার দুপুরে পিরোজপুরের নেছারাবাদের ছারছীনা দরবার শরীফের মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
এ সময় মন্ত্রী বলেন, জনমাতা শেখ হাসিনা কওমী মাদ্রাসা শিক্ষার্থীদের এমএ পাসের সমমান মর্যাদা দিয়েছেন। বিভিন্ন মহল থেকে এর সমালোচনা করা হলেও, তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলেও মন্তব্য করেন মন্ত্রী।
তিনি আরও বলেন, বর্তমান সরকার ৬০০ মাদ্রাসায় ভবন করে দিয়েছেন। এছাড়া প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ তৈরি হচ্ছে। বর্তমান সরকার যা করেছে তা বিগত দিনে কোন সরকার করেনি।
মন্ত্রী আরও বলেন জামায়াতের মত যারা খুন, ধর্ষণ, হত্যার সাথে জড়িত এবং মানুষ পুড়িয়ে মারে তাদের সাথে ইসলামের কোন সম্পর্ক থাকতে পারে না।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ছারছীনা দরবার শরীফের পীর শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ এবং বিভিন্ন এলাকা থেকে আগত বিশিষ্ট ব্যক্তিবর্গ।