কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে স্বশস্ত্র দুর্বৃত্তদের গোলাগুলির ঘটনায় এক রোহিঙ্গা নিহত ও অপরজন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে টেকনাফ নয়াপাড়া শরণার্থী শিবিরে এ ঘটনা ঘটে। নয়াপাড়া শরণার্থী শিবিরের উপ-পরিদর্শক মোঃ কবির হোসেন রোহিঙ্গা স্বশস্ত্র গ্রুপের হামলায় এক রোহিঙ্গা নিহত ও গুলিবিদ্ধ অপরজন হাসপাতালে চিকিৎসাধীন থাকার তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, একদল রোহিঙ্গা দুবৃর্ত্ত এইচ ব্লকে এসে এমআরসি নং-৬১০০১, শেড নং-৬৪০, রুম নং-৬’র বাসিন্দা আজিম উল্লাহর ছেলে মোঃ হোছন ওরফে পুলাইয়া (২৪) ও এমআরসি নং-১২৩৬৫, শেড নং-৬৪৬, রুম নং- ৫’র বাসিন্দা মৃত শামসুদ্দিনের ছেলে মোঃ ইলিয়াছ ওরফে জজাইয়া (২৭) কে গুলিবর্ষণ করে।
এতে মোঃ হোছন ঘটনাস্থলে মারা যায়।
হঠাৎ করে গুলির শব্দে সাধারণ রোহিঙ্গারা আতংকিত হয়ে কেউ বসতঘর থেকে বের হয়নি। প্রায় আধ ঘন্টা পর লোকজন জড়ো হয়ে অপর গুলিবিদ্ধ ইলিয়াছকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করেছে।