সুনামগঞ্জে চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা

Slider গ্রাম বাংলা

সুনামগঞ্জের নয়টি উপজেলায় অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদের আটটির মধ্যে চারটিতে আওয়ামী লীগ, তিনটিতে দলটির বিদ্রোহী এবং একটিতে নির্বাচন করার কারণে বিএনপি থেকে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

শাল্লা উপজেলায় গোলযোগের কারণে তিনটি কেন্দ্রের ভোট স্থগিত থাকায় ওই তিন কেন্দ্রে পুনরায় ভোগ গ্রহণের শেষে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হবে। ওই উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী আল-আমিন এগিয়ে রয়েছেন। নয়টি উপজেলায় চেয়ারম্যান পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতায় অংশ নেন।

প্রসঙ্গত, ‘ন্যায়সঙ্গত, নিরপেক্ষ ও আইন অনুযায়ী নির্বাচন পরিচালনা করা সম্ভব নয় প্রতীয়মান হওয়ায়’ জেলা জামালগঞ্জ উপজেলায় উপজেলায় নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

সুনামগঞ্জ সদর-

সুনামগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে ৪০ হাজার ৫০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যুবলীগ নেতা মণিষ কান্তি দে মিন্টু ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২৫ হাজার ৪১৭ ভোট।

বিশ্বম্ভরপুর-

চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে ২৩ হাজার ২শত ৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী সফর উদ্দিন। তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী রফিকুল ইসলাম পেয়েছেন ১৭ হাজার ৬০১ ভোট।

দক্ষিণ সুনামগঞ্জ-

উপজেলায় চেয়ারম্যান পদে আনরস প্রতীক নিয়ে ৩৫ হাজার ১শত ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ভোটে দাঁড়ানোর কারণে জেলা বিএনপির সহ-সভাপতির পদ থেকে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী মো. ফারুক আহমদ। তার নিকট প্রতিদ্বন্দ্বী হাজি আবুল কালাম নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২২ হাজার ২০৭ ভোট।

তাহিরপুর উপজেলা-

চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে ৫০ হাজার ৪শত ৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক করুণা সিন্ধু বাবুল। তার নিকট প্রদিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনিসুল হক ( জেলা বিএনপির সহ-সভাপতির পদ থেকে বহিস্কৃত) মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৩৩০ ভোট।

ছাতক-

চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে ৬৬ হাজার ১৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান। তার নিকট প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী অলিউর রহমান চৌধুরী বকুল কাপপিরিচ প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ২৮০ ভোট।

দোয়ারাবাজার-

চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে ৩১ হাজার ৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী ডা. মো. আব্দুর রহিম। তার নিকট প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বিদ্রোহী দেওয়ান তানভীর আশরাফী বাবু পেয়েছেন ১৯ হাজার ২শত ৯১ ভোট।

দিরাই-

চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে ২০ হাজার ৯২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ বিদ্রেীহী প্রার্থী মঞ্জুরুল আলম চৌধুরী। তার নিকট প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী প্রদীপ রায় নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২০ হাজার ৮৬০ ভোট।

শাল্লা-

চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে ২৪ হাজার ৯৮০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ (আল-আমিন চৌধুরী)। তার নিকট প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রী প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট অবণী মোহন দাস পেয়েছেন ১৯ হাজার ৩০৩ ভোট।

ধর্মপাশা-

চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে ৩৭ হাজার ৪৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মোজাম্মেল হোসেন রুকন। তার নিকট প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী শামীম আহমদ মুরাদ নৌকা প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৩৭২ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *