শ্রীপুরে বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

Slider গ্রাম বাংলা


রাতুল মন্ডল, শ্রীপুর: গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে কেয়া প্যাকেজিং লিমিটেড কারখানার শ্রমিকরা। রোববার বিকাল তিনটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার নয়নপুর এলাকায় অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। বকেয়া বেতন দেয়ার আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেয়।

শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, গত ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন গতকাল (রোববার) দেওয়ার কথা ছিল। সকাল পেড়িয়ে বিকাল হওয়ায় শ্রমিকরা বুঝতে পারে তাদের বকেয়া বেতন পরিশোধ করতে পারবে না কারখানা কর্তৃপক্ষ। এসময় বিক্ষুদ্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে। সড়কের ডিভাইডারে ওপরে থাকা সওজের ৫ থেকে ১০টি গাছ উপড়ে ফেলে শ্রমিকরা। গাছের সাথে থাকা বাঁশের খুঁটি হাতে নিয়ে যানবাহন আটকে দেয়। পরে আগামী সোমবার বকেয়া বেতন দেয়ার আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়।
কেয়া প্যাকেজিং লিমিটেড কারখানার ব্যবস্থাপক মো.শরীফ আহমেদ বলেন, ব্যাংকে লেনদনের সমস্যায় শ্রমিকদের বেতন পরিশোধে একটু বিলম্ব হয়েছে। আগামীকাল সোমবার বেতন দেয়ার আশ্বাস দেয়া হয়েছে।

শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো.আশরাফুল্লাহ্ বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেছে। তবে আমি কোন অবরোধ দেখি নাই। বকেয়া বেতন দেয়া আশ্বাস দিলে শ্রমিকরা বাড়িতে ফিরে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *