প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত ঃ প্রাথমিকের সহকারি শিক্ষকদের বেতন কাঠামো প্রধান শিক্ষকদের পরের ধাপে ১১তম গ্রেডে উন্নীত করার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ও সমাবেশ করেছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।
বৃহস্পতিবার সকাল ১১টায় ঝালকাঠি জেলা সদরস্থ শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র (পিটিআই)এর সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঝালকাঠি জেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। এসময় কর্মসূচিতে ঝালকাঠি, পিরোজপুর ও বরিশালের পাঁচ শতাধিক সহকারী শিক্ষক অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শিক্ষক নেতা রিয়াজ মোর্শেদ তালুকদার, মাহামুদ হোসেন সিহাব চৌধুরী, মানব কুন্ডুসহ আরো অনেকে। বক্তারা জানান, বর্তমান সরকারের সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পরের গ্রেডে সহকারী শিক্ষকদের বেতন কাঠামো নির্ধারণ করার কথা থাকলেও এখনো তা বাস্তবায়ন করা হয়নি। প্রধান শিক্ষকের বেতন কাঠামো দশম গ্রেডে হলে সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে নির্ধাণের দাবি জানান। এ ব্যাপারে তাঁরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ।