বাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল

Slider জাতীয়

অবিলম্বে বরিশাল বিএম কলেজ ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। বুধবার সকাল সাড়ে ১১টায় বিএম কলেজের জিরো পয়েন্ট থেকে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফের জিরো পয়েন্ট গিয়ে শেষ হয়।

পরে জিরো পয়েন্টে ছাত্রফ্রন্ট বিএম কলেজ শাখার সভাপতি মোজাম্মেল হক সাগরের সভাপতিত্বে এক সমাবেশে বক্তব্য দেন ছাত্রফ্রন্ট সংগঠক অন্বেষা দাস প্রমি ও হাফিজুর রহমান এবং সংগঠনের জেলা সভাপতি সন্তু মিত্রসহ অন্যান্যরা।

সমাবেশে অবিলম্বে বাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানানো হয় বলে জানিয়েছেন ছাত্রফ্রন্টের সংগঠক অন্বেষা দাস প্রমি।
২০০২ সালের ১৩ আগস্ট সবশেষ বিএম কলেজ ছাত্র সংসদ (বাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে বাকসুর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৫২-৫৩ সালে।

১৮৮৯ সালে প্রতিষ্ঠিত বরিশাল বিএম কলেজে ২০ হাজারেরও বেশি শিক্ষার্থী রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *