গাজীপুর: আসন্ন উপজেলা নির্বাচনে গাজীপুর সদর উপজেলায় একজন চেয়ারম্যান প্রার্থীর মুক্তিযুদ্ধ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সাধারণ ভোটার ও নানা জনে নানা কথা বলছেন। আসলে বিষযটা কি এটা পরিস্কার হওয়ার দাবী সকলের।
খোঁজ নিয়ে জানা যায়, গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে একাধিক চেয়ারম্যান প্রার্থী ইতোমধ্যে আলোচনায় এসেছেন। তাদের মধ্যে জনৈক চেয়ারম্যান প্রার্থী নিজেকে মুক্তিযোদ্ধা দাবী করে আসছেন অনেক দিন থেকেই। কিন্তু তিনি আদৌ মুক্তিযুদ্ধ করেছেন কি না, তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে। তিনিও বিষয়টি পরিস্কার করছেন না। ফলে বর্তমানে এই উপজেলায় ওই প্রার্থীকে নিয়ে নানা জায়গায় নানা ধরণের কথা ভাসছে।
অনুসন্ধানে জানা যায়, ওই প্রার্থীর নাম কোন তালিকায় নেই। মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সময় তৈরী হওয়া কোন তালিকায় তিনি নেই। সর্বশেষ ইউনিয়ন থেকে পাঠানো তালিকায়ও তার নাম নেই।
এ ছাড়া মুক্তিযোদ্ধা হিসেবে প্রভাব বিস্তার করে ওই ব্যাক্তির বিরুদ্ধে সরকারী জমি দখল সহ নানা ধরণের অভিযোগও রয়েছে বলে নানা সুত্রের অভিযোগ।
ভেটারদের দাবী, বিষয়টি তদন্ত করে ওই প্রার্থী সম্পর্কে পরিস্কার বক্তব্য দেয়া উচিত প্রশাসনের।