তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, পাকিস্তান আটক ভারতীয় পাইলটকে মুক্তি দিয়ে যে ইতিবাচক মানসিকতা দেখিয়েছে তাকে অবশ্যই অভিনন্দন জানাতে হবে। আমরা আশা করি যে ভারতের বন্ধুরা একইভাবে ইতিবাচক পদক্ষেপ ও উদার মানসিকতা দেখাবে।
শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় ট্রাবজন শহরে একটি গণ সমাবেশে এসব কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট।
আসন্ন স্থানীয় নির্বাচনের প্রস্তুতির সমাবেশে অংশ নিয়ে তিনি আরো বলেন, পাক-ভারত চলমান উত্তেজনা নিরসনে যা কিছু দরকার তা করতে প্রস্তুত রয়েছে তুরস্ক।
এমনকি পাক-ভারত চলমান যুদ্ধাবস্থায় কারোই লাভ হবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে সংকট সমাধানে আমাদের যা করতে হবে তা নিশ্চিত করব এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তুরস্কের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ’