ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসী হামলায় আহত জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক অনিক পালের মৃত্যু হয়েছে। ৮ দিন মৃত্যুর সাথে লড়াই করে শুক্রবার দিবাগত রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
নিহত অনিক শহরের পূর্ব পাইকপাড়া এলাকার অসীম পালের ছেলে। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে তার মরদেহ এসে পৌঁছেছে বলে জানা গেছে।
তার মৃত্যুর খবরে শহরে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় নেতাকর্মীরা ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানিয়ে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রবিউল হোসেন রুবেল সাবেক সভাপতি মাসুম বিল্লাহ, সহ-সভাপতি মোঃ জুয়েল প্রমূখ।
নিহতের পরিবারিক সূত্র জানায়, গত ২২ ফেব্রুয়ারি রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব পাইকপাড়া এলাকার পাট গুদাম এলাকায় সন্ত্রাসীরা তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। পরে তাকে মুমূর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে সে মারা যায়।