ঢাকা: বিমান ছিনতাই চেষ্টায় কমান্ডো অভিযানে নিহত পলাশ আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
গত রাত ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে গিয়ে পলাশের লাশ শনাক্ত করেন তার বাবা পিয়ার জাহান সরদার। শনাক্তের পর যাচাই বাছাই শেষে তিনি লাশ গ্রহণ করেন। রাতেই পিয়ার জাহান সরদার পলাশের মরদেহ নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন।
পলাশের লাশ গ্রহণের ইচ্ছা তার ছিল না বলে জানিয়েছেন পিয়ার জাহান। ছেলের উশৃঙ্খল জীবনযাপনের করণে গত কয়েক বছর যাবত তার সাথে সম্পর্কও ভাল ছিল না বলেও দাবি করেন তিনি।
উল্লেখ্য, রবিবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান ছিনতাইয়ের চেষ্টা করে পলাশ আহমেদ। ছিনতাইয়ে ব্যর্থ হয়ে ৮ মিনিটের এক কমান্ডো অভিযানে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।।