থিম সং
মধুমতির পারে
শিমুল পলাশ কৃষ্ণচূড়া বনবিথীর ধারে
পবিত্র এক বিদ্যাপীঠ দাঁড়িয়ে রয়
অর্ধ শতাব্দী কালের সাক্ষী সে নিশ্চয়
বাঁশবাড়িয়া- ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয়
যেথায় আদর্শবান মানুষ গড়া হয় ।
উনিশশো আটষট্টি সালে যাহার সূচনা
লায়েক আলী তালুকদারের নামটি ভুলবোনা
কত জ্ঞানী গুণী মানীর এই যে ঠিকানা
বিশ্বমাঝে চলছে যাদের পদচারনা
এভাবে হাজার হাজার মেধাবীদের দিল পরিচয় ।।
অর্ধ শতাব্দী কালের সাক্ষী সে নিশ্চয়
বাঁশবাড়িয়া- ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয়
যেথায় আদর্শবান মানুষ গড়া হয় ।
বাংলাদেশের তিন বিভাগের একটি মোহনা
ঢাকা – খুলনা- বরিশালের ত্রি মোহনা
পিরোজপুর – গোপালগঞ্জ আর বাগেরহাটের মিলন
তিন জেলারই সন্ধিস্থলে বিদ্যালয় স্থাপন
ভৌগলিক এ সাদৃশ্য আর পাবে কে কোথায় ।।
অর্ধ শতাব্দী কালের সাক্ষী সে নিশ্চয়
বাঁশবাড়িয়া- ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয়
যেথায় আদর্শবান মানুষ গড়া হয় ।
দেশ বিদেশে চারিদিকে বিদ্যালয়ের নাম
উন্নত দেশ জাতি গড়ার এইতো পুন্য ধাম
দেশে যেমন টুঙ্গিপাড়ার আছে যে সুনাম
বাঁশবাড়িয়া ঝনঝনিয়ার দিতেই হবে দাম
জ্ঞানের আলো জ্বালছে দেখো চরাচরময়।।
অর্ধ শতাব্দী কালের সাক্ষী সে নিশ্চয়
বাঁশবাড়িয়া- ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয়
যেথায় আদর্শবান মানুষ গড়া হয় ।
———————————
কথা ও সুর
– প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত
গীতিকার, বাংলাদেশ টেলিভিশন