তাকফিরি সন্ত্রাসীদের বিয়ে করতে রাজী না হওয়ায় ইরাকের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আনবারে দেড়শ নারীকে নির্মম ভাবে হত্যা করেছে আইএসআইএল। ইরাকের মানবাধিকার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানান হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, প্রাণনাশের হুমকির পরিপ্রেক্ষিতে এ প্রদেশের আল-ওয়াফা শহর থেকে অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে ভেগে যেতে বাধ্য হয়েছে।
এ ছাড়া, পলায়নরত অনেক পরিবারের শিশুরা মরুভূমিতে মর্মান্তিক মৃত্যুর শিকার হয়েছে বলেও বিবৃতি উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, তাকফিরি সন্ত্রাসীদের হাত থেকে জীবন রক্ষার প্রচেষ্টায় অনেক পরিবার মরুভূমিতে আশ্রয় নিতে বাধ্য হলে অনেক শিশু মর্মান্তিক ভাবে মারা যায়।
আইএসআইএল’এর সদস্যদের বিয়ে করার জন্য অনেক সুন্নি নারী সিরিয়ায় পাড়ি জমানোর মধ্য দিয়ে সেপ্টেম্বরে কথিত জ্বিহাদ আন-নিকা বা যৌন জ্বিহাদের বিষয়টি উন্মোচিত হয়। দ্বীনের নবী হজরত মুহাম্মদ(সাআ) প্রবর্তিত প্রকৃত ইসলামে কথিত এই যৌন জ্বিহাদের কোনো ঠাঁইই নেই।