ব্রাহ্মনবাড়িয়া: বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহাম্মদ স্কুল মাঠে বাংলাদেশের অন্যতম প্রধান কবি আল মাহমুদে শেষ জানাযা অনুষ্ঠিত হবে। এরপর তাকে মোড়াইলে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।
আজ সকাল সোয়া ১১ টায় কবির মরদেহ স্কুল মাঠে শহীদ মিনার প্রাঙ্গনে নিয়ে যাওয়া হয়েছে। এখানে সাধারন মানুষ তাকে শেষবারের মত দেখছেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন। শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জোহর এই মাঠেই হবে তার নামাজে জানাযা। পরে মোড়াইলে পারিবারিক গোরস্থানে সমাহিত করা হবে কবিকে।
এর আগে শনিবার রাতে অ্যাম্বুলেন্সযোগে আল মাহমুদের মরদেহ শহরের নিজ বাড়িতে আনা হয়। এ সময় তার স্বজন শুভাকাঙ্খীরা ও নানা শ্রেণী পেশার মানুষ তাকে এক নজর দেখতে ভিড় জমায়।