গাজীপুর: গাজীপুরে শ্রীপুর উপজেলার আনসার রোড এলাকা থেকে আন্ত:জেলা ডাকাত দলের ৭ সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে আন্ত:জেলা ডাকাত দলের ৭ সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ।
এ সময় পুলিশ ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তাররা হলেন – মাদারীপুরের মো. সুরুজ হাওলাদার ৩৮বারেক হাওলাদার ৫৫, মো. মোস্তফা ৪৫ ও মোশারফ হোসেন ওরফে মিলন চৌকিদার ৪০, মুন্সিগঞ্জের মো. মনিরুজ্জামান ৩৩,গাজীপুরের মাহবুব মিয়া ৩০এবং বি.বাড়িয়ার মো. সাজু ২৩ এ বিষয়ে আজ শনিবার দুপুরে গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদেরকে এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আনসার রোড মোড় এলাকার মাথায় কতিপয় সশস্ত্র ডাকাত সদস্য ডাকতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পায় পুলিশ। পরে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশ ওই এলাকায় অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পিকআপযোগে পালিয়ে যাওয়ার সময় পথে বেরিকেড দিয়ে তাদের আটক করেন।
সংবাদ সম্মেলনে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল শেখ, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মাহবুবুর রহমান, মামলার বাদি শ্রীপুর থানার এসআই মো. শহীদুল ইসলাম মোল্লা প্রমূখ উপস্থিত ছিলেন।