মাসুদ পারভেজ কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের উলুসারা এলাকায় বানার নদী থেকে একটি প্রভাবশালী গোষ্ঠি দীর্ঘদিন যাবত অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালি উত্তোলণের ঘটনায় ৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা অভিযান চালান।
অভিযানের খবর পেয়ে বালি দস্যুরা ড্রেজার নিয়ে বিপরীত দিকে গফরগাঁও সীমান্ত এলাকায় পালিয়ে যায়। এ সময় এলাকার ক্ষতিগ্রস্থ কৃষক-কৃষাণীরা উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করে বলেন, গফরগাঁও এলাকার জনৈক প্রভাবশালী হারুন মোল্লার নেতৃত্বে কাপাসিয়ার টোক-উলুসারা এলাকার একটি স্বার্থান্বেষী মহলের যোগসাজসে দীর্ঘদিন যাবত অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালি উত্তোলণ করছে। এতে আমাদের শত শত বিঘা ফসলী জমি নদী গর্ভে বিলিন হয়ে যাচ্ছে। প্রতিবাদ করলে তাদের সাঙ্গ-পাঙ্গরা দা লাঠি নিয়ে স্থানীয় কৃষকদের মারধর করে এবং হামলা চালায়। ইতিপূর্বে বালি দস্যুদের বিরুদ্ধে অভিযোগ করে কোন প্রতিকার পাননি বলে নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করেন। অভিযান পরিচালনা কালে মাধ্যমিক শিক্ষা অফিসার রাকিবুল হাসান, স্থানীয় টোক পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সফিকুল ইসলাম, স্থানীয় গন্যমান্য ব্যক্তিসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।