মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় মোবাইলে প্রশ্নপত্রের ছবি তুলে মেসেঞ্জারে বাইরে পাঠানোর চেষ্টার সময় এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। আটক পরীক্ষার্থী মির্জাপুর উচ্চ বিদ্যালয় থেকে অংশ নেয়া রিফাত উদ্দিনটিকে ‘এক্সপেল’ করা হয়েছে।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে ৩ কক্ষ পরিদর্শককেও বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার হাটহাজারীর কাটিরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ইংরেজি ১ম পত্রের পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে বলে জানান হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিন।
তিনি বাংলাদেশ প্রতিদিনিকে বলেন, এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে সহকারী কমিশনার (ভূমি) সম্রাট খীসাসহ কাটিরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যাই। এ সময় স্মার্ট ফোনে ছবি তুলে মেসেঞ্জারে বাইরে পাঠানোর চেষ্টার সময় এক পরীক্ষার্থীকে মোবাইলসহ আটক করা হয়। তল্লাশি চালিয়ে ওই কেন্দ্রে আরও ৬ পরীক্ষার্থীর কাছ থেকে ৬টি ফোন জব্দ করা হয়।
তিনি বলেন, শিক্ষা খাত নিয়ে নতুন ষড়যন্ত্র করে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে একটি চক্র এ কাজ করাতে পারে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।