আরটিভি’র সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে মানববন্ধন

Slider গ্রাম বাংলা


রাতুল মন্ডল, শ্রীপুর: রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে আরটিভি’র নিজস্ব প্রতিবেদক সোহেল রানা ও ক্যামেরাম্যান সায়মনের ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে শ্রীপুরে সংবাদকর্মীদের উদ্যোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে এ মানববন্ধন হয়। আরটিভি’র প্রতিনিধি রাজীবুল হাসানের ও ঢাকার ডাকের আরিফুল ইসলাম খানের যেীথ স ালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রীপুুর প্রেস ক্লাবের সভাপতি ও বণিক বার্তার প্রতিনিধি এস এম মাহফুল হাসান হান্নান, কালের কণ্ঠের আ লিক প্রতিনিধি শাহীন আকন্দ, প্রথম আলোর প্রতিনিধি সাদিক মৃধা, নবরাজের প্রতিনিধি জামাল উদ্দিন, দেশকালের রাতুল মন্ডল, নতুন কাগজের এস এম সোহেল রানা, ঢাকার ডাকের আরিফুল ইসলাম খান, খোলা কাগজের সোলায়মান মোহাম্মদ, কালবেলার নূরু আলম সিদ্দিক, নবচেতনার তানজীদ আশরাফ প্রমূখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বেসরকারি টেলিভিশন চ্যানেল এশিয়ান এর প্রতিনিধি কবির সরকার,

বাংলাদেশের খবরের প্রতিনিধি রেজাউল করিম সোহাগ, বিজয় টিভির আনোয়ার হাসান, খবরপত্রের মোশারফ হোসেন তযু, দৈনিক প্রাইমের হাফেজ আব্দুল আজিজ, মানবজমিনের এনামুল হক আকন্দ, নওরোজের ইমরান হাসান, আমার বার্তার সাইফুল ইসলাম সুমনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

মানববন্ধনে সাংবাদিকের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারিকে গ্রেপ্তার ও হাসপাতাল পরিচালককে প্রত্যাহারের দাবি জানান বক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *