ইয়েমেনের রাদা শহরের পর পর দুই গাড়ি বোমা হামলায় ২৬ জন নিহত হয়েছে। শিয়াপন্থী হুথি বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় এ হামলার ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।
রাদা চেকপয়েন্ট দিয়ে একটি স্কুল বাস অতিক্রম করার সময় প্রথম গাড়ি বোমা হামলা করা হয়। এ ঘটনায় ১৬ কিশোরী নিহত হয়।অপর হামলাটি চালানো হয় সিনিয়র হুথি নেতা আব্দুল্লাহ ইদ্রিসের বাড়ির পাশে। এ হামলায় দশ জন নিহত হয়েছে।
হুথি পরিচালিত আল-মাসিরাহ টিভি চ্যানেল জানিয়েছে, হামলায় নিহতের সংখ্যা ৩০। মঙ্গলবারের হামলার জন্য আল-কায়েদাকে অভিযুক্ত করেছে হুথিরা।
রাদা চেকপয়েন্ট দিয়ে একটি স্কুল বাস অতিক্রম করার সময় প্রথম গাড়ি বোমা হামলা করা হয়। এ ঘটনায় ১৬ কিশোরী নিহত হয়।অপর হামলাটি চালানো হয় সিনিয়র হুথি নেতা আব্দুল্লাহ ইদ্রিসের বাড়ির পাশে। এ হামলায় দশ জন নিহত হয়েছে।
হুথি পরিচালিত আল-মাসিরাহ টিভি চ্যানেল জানিয়েছে, হামলায় নিহতের সংখ্যা ৩০। মঙ্গলবারের হামলার জন্য আল-কায়েদাকে অভিযুক্ত করেছে হুথিরা।