টেস্টকে বিদায় জানিয়েছেন আগেই, ওয়ানডে ক্রিকেট অবশ্য খেলবেন তিনি বিশ্বকাপ পর্যন্ত। তবে বিদায়ের একটা পর্ব সেরে নিলেন মাহেলা জয়াবর্ধনে কাল প্রেমাদাসা স্টেডিয়ামে। ঘরের মাঠে যে আর শ্রীলঙ্কার জার্সিতে দেখা যাবে না তাঁকে। যে মাঠে রানের ফুলকি ছুটিয়েছেন তিনি সেই ১৯৯৮ সাল থেকে, শেষ ম্যাচটায় অবশ্য রাঙিয়ে দিতে পারেননি সাবেক লঙ্কান অধিনায়ক। আউট হয়েছেন ২৮ রান করে। তবে ম্যাচ শেষ ঠিকই হেসেছেন, তিলকারত্নে দিলশানের সেঞ্চুরি ও থিসারা পেরেরার ঝোড়ো ব্যাটিংয়ে ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৮৭ রানে জিতেছে শ্রীলঙ্কা। ৬ উইকেটে হারিয়ে ৫০ ওভারে তাদের করা ৩০২ রানের জবাবে ইংল্যান্ড সব উইকেট হারিয়েছে ২১৫ রানে। শেষ ম্যাচের এ জয়ে সাত ম্যাচের সিরিজটি স্বাগতিকরা জিতেছে ৫-২ ব্যবধানে।
আগেই সিরিজ জিতে নেওয়ায় কালকের ম্যাচটি ছিল শুধুই নিয়মরক্ষার। অবশ্য বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখা এ সিরিজে এমন ভাবার উপায় ছিল না কোনো। এর ওপর আবার ঘরের মাঠে এটি ছিল জয়াবর্ধনের শেষ ম্যাচ। শ্রীলঙ্কা টস জেতার পর এ অভিজ্ঞ ব্যাটসম্যান দিলশানের সঙ্গে নেমেছিলেন ওপেনিংয়ে। ৩১ বলে ২৮ রানে তিনি আউট হওয়ার হতাশাটা আনন্দে রূপ দিয়েছেন বল হাতে উইকেট শিকারে। ইংল্যান্ডের শেষ উইকেটটি নিয়েছেন তিনি। ক্রিকইনফো সংক্ষিপ্ত স্কোর : শ্রীলঙ্কা : ৫০ ওভারে ৩০২/৬ (দিলশান ১০১, চান্ডিমাল ৫৫*, থিসারা ৫৪; মঈন ২/৩৯, জর্ডান ২/৫৫)। ইংল্যান্ড : ৪৫.৫ ওভারে ২১৫ (রুট ৮০, ওকস ৩৪; দিলশান ৩/৩৭, প্রসন্ন ৩/৩৫)। ফল : শ্রীলঙ্কা ৮৭ রানে জয়ী।
আগেই সিরিজ জিতে নেওয়ায় কালকের ম্যাচটি ছিল শুধুই নিয়মরক্ষার। অবশ্য বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখা এ সিরিজে এমন ভাবার উপায় ছিল না কোনো। এর ওপর আবার ঘরের মাঠে এটি ছিল জয়াবর্ধনের শেষ ম্যাচ। শ্রীলঙ্কা টস জেতার পর এ অভিজ্ঞ ব্যাটসম্যান দিলশানের সঙ্গে নেমেছিলেন ওপেনিংয়ে। ৩১ বলে ২৮ রানে তিনি আউট হওয়ার হতাশাটা আনন্দে রূপ দিয়েছেন বল হাতে উইকেট শিকারে। ইংল্যান্ডের শেষ উইকেটটি নিয়েছেন তিনি। ক্রিকইনফো সংক্ষিপ্ত স্কোর : শ্রীলঙ্কা : ৫০ ওভারে ৩০২/৬ (দিলশান ১০১, চান্ডিমাল ৫৫*, থিসারা ৫৪; মঈন ২/৩৯, জর্ডান ২/৫৫)। ইংল্যান্ড : ৪৫.৫ ওভারে ২১৫ (রুট ৮০, ওকস ৩৪; দিলশান ৩/৩৭, প্রসন্ন ৩/৩৫)। ফল : শ্রীলঙ্কা ৮৭ রানে জয়ী।