সিরিয়া সীমান্তে আরও ট্যাংক ও ভারী অস্ত্রসহ সেনা এবং সামরিক সরঞ্জাম বৃদ্ধি করেছে তুরস্ক। গত কয়েকদিন আগেও সিরিয়ার উত্তরের ইদলিবের সীমান্তঘেঁষে তুর্কী সৈন্য মোতায়েন করা হয়েছিল।
সিরিয়ার ইদলিব প্রদেশ বিদ্রোহীদের শেষ ঘাঁটি হিসেবে পরিচিত। গত কয়েক বছরে সিরিয়ার বিভিন্ন শহর এবং জনপদ থেকে বিতাড়িত হয়ে বিদ্রোহীরা এখানে এসে জড়ো হয়েছে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইকেল পম্পেও বলেছেন, তিনি তুর্কি ও সিরিয়ার কুর্দিদের সম্পর্কে একটি ভালো সম্পর্কের অপেক্ষা করছেন। সিরিয়ার অবস্থা ভালো হওয়ার ব্যাপারেও তিনি আশাবাদী।
তুর্কী প্রতিরক্ষামন্ত্রী খুলুসি আকারের বরাত দিয়ে তুরস্কের প্রতিরক্ষা বিভাগ জানায়, সেনাবাহিনী প্রধান ও গোয়েন্দা প্রধান সিরিয়ার সীমান্তবর্তী এলাকাগুলোতে সৈন্যদের কার্যক্রম পরিদর্শন করেরছেন। সীমান্তে যেন কোনো উত্তেজনা তৈরি না হয় এ ব্যাপারে তুরস্ক সরকার সর্বদা চেষ্টা করছে। তুর্কী প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেছেন, ইদলিবে শান্তিরক্ষায় তুরস্ক সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।