বিপিএলের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে রাজশাহী কিংসকে ১৯০ রানের টার্গেট দিল ঢাকা ডায়নামাইটস।
টস হেরে ব্যাট করতে নেমে ঢাকা ডায়নামাইটসের দুই ওপেনার হযরতউল্লাহ জাজাই আর সুনিল নারিন ১০.৪ ওভারের উদ্বোধনী জুটিতেই দলকে এনে দেন ১১৬ রান।
২৮ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় ৩৮ রান করা নারিনকে ফেরান মোহাম্মদ হাফিজ। পরের ওভারে ৪১ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে বিদায় নেন হযরতউল্লাহ জাজাই। তাকে সৌম্য সরকারের ক্যাচ বানান রাজশাহী অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
এরপর অধিনায়ক সাকিব আল হাসান (২), কাইরন পোলার্ড (৩), নুরুল হাসান সোহান (১) দ্রুত আউট হলে ১৩৬ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে বসে দলটি। এরপর দলের হাল ধরেন আন্দ্রে রাসেল ও শুভাগতহোম চৌধুরী। ১৯ বলে ২১ রানে অপরাজিত থাকেন রাসেল। শুভাগতহোম চৌধুরী ১৪ বলে হার না মানা ৩৮ রানের এক ইনিংস খেলেন। ।
রাজশাহী কিংসের পক্ষে ৩ ওভারে ২৩ রান খরচায় ২টি উইকেট নেন আরাফাত সানি।
একটি করে উইকেট মেহেদী হাসান মিরাজ, কায়েস আহমেদ আর মোহাম্মদ হাফিজের।