সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন সাবেক মন্ত্রী ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ব্যরিস্টার নাজমুল হুদা। নির্বাচন কমিশনের ফলাফলের তালিকা থেকে দেখা গেছে, এই আসনে ২ লাখ ৮ হাজার ৬৮৭টি ভোট পড়ে।
এর মধ্যে ১ লাখ ৬৪ হাজার ৬১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফারুক (আকবর হোসেন পাঠান)। সেখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংহ মার্কায় নির্বাচনে অংশ নিয়ে ১৬৮ ভোট পেয়েছেন নাজমুল হুদা।
সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা বিএনপি থেকে বেরিয়ে এসে ২০১২ তিনি ১০ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট (বিএনএফ) নামে একটি দল গঠন করেন। কিন্তু কিছুদিনের মাথায় তাকে এ দল থেকেও বহিষ্কার করা হয়। ২০১৫ সালে তিনি গঠন করেন তৃণমূল বিএনপি নামের আরেকটি দল। নির্বাচন কমিশনে নিবন্ধন না পাওয়ায় নির্বাচনে অংশ নিতে নাজমুল হুদা আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র ক্রয় করেন। কিন্তু মনোনয়ন না পাওয়ায় শেষ পর্যন্ত স্বতন্ত্র থেকে ভোটের অংশ নেন তিনি।