ভোটে হেরে রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও একাদশ সংসদ নির্বাচনে রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে বিএনপির প্রার্থী শাহ্ সোলায়মান আলম ফকির। গতকাল দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
শারীরিক অসুস্থতা ও পারিবারিক অসুবিধার কারণ উল্লেখ করে রাজনীতি থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানান শাহ্ সোলায়মান আলম ফকির। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে রংপুর-৫ আসনে ব্যাপক ভোটের ব্যবধানে পরাজিত
হন তিনি। এ আসনে দুই লাখ ৪৪ হাজার ৭৫৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের এইচ এন আশিকুর রহমান। শাহ্ সোলায়মান আলম ফকির ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ওই নির্বাচনে এক লাখ এক হাজার ৯৫৬ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এইচ এন আশিকুর রহমান পেয়েছিলেন ২৬ হাজার ৩৪৮ ভোট। জাতীয় পার্টি থেকে পদত্যাগ করে ২০১৩ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন শাহ্ সোলায়মান আলম ফকির। সাড়ে পাঁচ বছরের মাথায় তিনি রাজনীতি থেকে সরে অবসরের ঘোষণা দিলেন। উল্লেখ্য, জাতীয় পার্টির দুর্গখ্যাত রংপুরের মিঠাপুকুর আসনটি ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনের পর থেকেই জাতীয় পার্টির হাত ছাড়া হয়েছে।