নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। শুক্রবার রাতে স্থানীয় মোগরাপাড়া ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের পুরাতন বাড়িতে সাংবাদিকদের সামনে তিনি নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, নৌকার মনোনয়ন না পাওয়ায় ও নানামুখী সমস্যা থাকার কারণে তিনি নির্বাচনে থাকছেন না।
উল্লেখ্য, আব্দুল্লাহ আল কায়সার হাসনাত আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় ওই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংহ প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছিলেন। তিনি আওয়ামী লীগ থেকে নির্বাচন করে এ আসন থেকে আগে একবার এমপিও হয়েছিলেন।