নিজেদের অস্তিত্ব ও মর্যাদার স্বার্থে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।
তিনি বলেন, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকার পক্ষে জনতার জাগরণ সৃষ্টি হয়েছে।
৭০-এর নির্বাচনের মত নৌকার পক্ষে অভূতপূর্ব জনরায় হবে এবারের জাতীয় নির্বাচনে।
বন্দরনগরীর মেয়র বৃহস্পতিবার চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে ‘পেশাজীবী সংস্কৃতিকর্মী জনতার সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় তিনি নৌকা প্রতীকের পক্ষে পেশাজীবী ও সাংস্কৃতিক স্কোয়াডের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের পেশাজীবীদের জাতীয় মোর্চা পেশাজীবী সমন্বয় পরিষদ, চট্টগ্রাম ও সম্মিলিত সাংস্কৃতিক স্কোয়াডের উদ্যোগে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি প্রফেসর ড. একিউএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমি ও সম্মিলিত সাংস্কৃতিক স্কোয়াডের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু।
একাত্মতা জানিয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শিরিন আকতার, পেশাজীবী’র সাবেক আহ্বায়ক ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের পিপি এ্যাডভোকেট রানা দাশগুপ্ত, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী ও সাবেক সভাপতি এ্যাডভোকেট মুজিবুল হক, মুক্তিযোদ্ধা পরিবেশবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইদ্রিস আলী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এম নাসিরুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক বেনু কুমার দে, সাধারণ সম্পাদক পুলক পাল, ড.খসরুল আলম কুদ্দুসী, সাবেক সাধারণ সম্পাদক ড. সিকান্দার চৌধুরী ও ড . মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চট্টগ্রাম কেন্দ্রের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী সাদেক চৌধুরী, বাংলাদেশ শিক্ষক সমিতির চট্টগ্রাম আঞ্চলিক সভাপতি সৈয়দ লকিতুল্লাহ, চট্টগ্রাম আবৃত্তি জোটের সভাপতি অঞ্চল চৌধুরী, ডা. মোহাম্মদ আলী, ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হাসান মুরাদ বিপ্লব, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী জাফর আহমেদ সাদেক, খেলাঘরের চট্টগ্রাম মহানগরীর রুপক চৌধুরী, মোরশেদুল আলম চৌধুরী, নারী নেত্রী এ্যাডভোকেট রেহানা বেগম রানু, নাট্যজন জাহাঙ্গীর কবির,
চবি শিক্ষক মরিয়ম ইসলাম, মহানগর পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুমন দেবনাথ, সাংস্কৃতিক সংগঠক দেওয়ান মাকসুদ আহমেদ, শিল্পী দীপেন চৌধুরী, নারী নেত্রী মনিকা ভট্টাচার্য, কবি আশীষ সেন ও কবি ইউসুফ মুহাম্মদ, আব্দুল হালিম দোভাষ, প্রকাশক জামাল উদ্দিন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পিনাকী দাশ, এ্যাডভোকেট কামরুল আজম টিপু, এ্যাডভোকেট নজরুল ইসলাম, এ্যাডভোকেট খুশী চৌধুরী, সাংবাদিক আবদুর রউফ পাটোয়ারি, সাংবাদিক ছড়াকার চৌধুরী আহসান খুররম, খোরশেদ আলম, তারেক চৌধুরী, চাঁদের হাটের ইফতেখার জাবেদ, শিক্ষিকা ইন্দিরা চৌধুরী, সাবেক ছাত্রনেতা ইয়াসির আরাফাত, আলী রেজা পিন্টু, সুরজিত দত্ত সৈকত, সাজ্জাদ হোসেন, শফিউল আলম জিপু, আসিফ ইকবাল, রুবেল দাশ প্রিন্স, সাদিকুন নাহার ঝর্ণা, ছাত্রনেতা তৌহিদুল আলম রিপন, সাদ্দাম হোসেন, ইমতিয়াজ ফাহিম প্রমুখ।
ছড়া পরিবেশন করেন আ ফ ম মোদাচ্ছের আলী। আবৃত্তি করেন মিলি চৌধুরী ও মুজাহিদুল ইসলাম। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী লিটন দাশ, গীতা আচার্য ও পাপড়ি ঘোষ প্রমুখ।
উল্লেখ্য, চট্টগ্রামের পেশাজীবী-সাংস্কৃতিক স্কোয়াড নৌকার প্রার্থীদের জন্য টানা এক সপ্তাহ গণসংযোগ ও পথসভা শেষে বৃহস্পতিবার সমাবেশটি করেন ।