নৌকার মিছিলে গিয়ে না ফেরার দেশে চলে গেলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনায় নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোঃ নজীবুর রহমান (৬০)।
বৃহস্পতিবার ধানমন্ডিতে নৌকার মিছিলে গিয়ে তিনি রাস্তায় ঢলে পড়েন। পরে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
জানা যায়, ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস তার নির্বাচনী এলাকায় মিছিল করছিলেন। এই মিছিলে ছিলেন নজীবুর রহমান। মিছিলটি ধানমন্ডির রাইফেল স্কয়ারে আসার পর রাস্তায় ঢলে পড়েন তিনি। এ সময় তাকে ল্যাবএউড হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত ঘোষণা করা হয়।
ধারণা করা হচ্ছে, নজীবুর রহমান মিছিলের মাঝে হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যান।
সুপ্রিম কোর্ট সূত্র জানা গেছে, নজীবুর রহমানের প্রথম জানাজা হবে শুক্রবার জুমার নামাজের পর। এরপর দ্বিতীয় জানাজা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হবে। পরে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করার কথা রয়েছে।