শ্রীপুরে ঐক্যফ্রন্টের নির্বাচন পরিচালনা কমিটির দুই বিএনপি নেতা আটক

Slider গ্রাম বাংলা

গাজীপুর: শ্রীপুর থানার ওসি জাবেদুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোরে পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন- গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবির সরকার ও শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালেব।

তারা গাজীপুর-৩ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ইকবাল সিদ্দিকীর নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ন-আহ্বয়ক বলে ওসি জানান।

তিনি বলেন, “তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ ছিল তাই তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

ঐক্যফ্রন্টের প্রার্থী ইকবাল সিদ্দিকী বলেন, তার দলের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য সরকারি দল প্রশাসনকে ব্যবহার করে ধরপাকড় শুরু করেছে।

এরই অংশ হিসেবে কোন ‘গ্রেপ্তারি পরোয়ানা ও মামলা না থাকার পরও’ নির্বাচনী পরিচালনা কমিটির শীর্ষ দুই নেতাকে আটক করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *