২০১৪ সাল প্রায় শেষের দিকে। প্রযুক্তি বিশ্বে নানা স্মরণীয় ঘটনায় কেটেছে এ বছরটা। এক ঝলক দেখে ও জেনে নিন, প্রযুক্তি বিশ্বে এ বছরের আলোচিত বেশ কিছু ঘটনা।
২০১৪ সালের শুরুতেই দেখা গেছে প্রযুক্তি বিশ্বের অন্যতম সবচেয়ে বড় অধিগ্রহণের ঘটনা। থার্মোস্ট্যাট ও স্মোক অ্যালার্ম তৈরির খ্যাতনামা প্রতিষ্ঠান নেস্ট ল্যাবস ৩২০ কোটি মার্কিন ডলারে কিনে নেয় গুগল। ছবিতে দেখা যাচ্ছে, নেস্ট ল্যাবসের দুই প্রতিষ্ঠাতা টনি ফ্যাডেল ও ম্যাট রজার্সের সঙ্গে গুগলের প্রধান নির্বাহী ল্যারি পেজ।
২০১৪ সালের ফেব্রুয়ারিতে ফেসবুক কিনে নেয় মোবাইল ফোনের দুনিয়ায় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হিসেবে পরিচিত হোয়াটস অ্যাপ। ২ হাজার ২০০ কোটি মার্কিন ডলারে ফেসবুক কর্তৃপক্ষ হোয়াটস অ্যাপ কিনে নেওয়ায় বিলিওনিয়ার বনে যান হোয়াটস অ্যাপের প্রতিষ্ঠাতা জান কউম ও ব্রেইন অ্যাকটন।
ফেব্রুয়ারিতে মাইক্রোসফটের প্রধান নির্বাহী স্টিভ বলমার মাইক্রোসফটে তার ১৪ বছরের চাকরি জীবন থেকে অবসর নেন। মাইক্রোসফটে প্রধান নির্বাহী হিসেবে বিং সার্চ ইঞ্জিনের হেড সত্য নাদেলাকে তার স্থলাভিষিক্ত করেন। ফলে মাইক্রোসফটের ইতিহাসে তৃতীয় প্রধান নির্বাহী হিসেবে নাম লেখান সত্য নাদেলা। ছবিতে বিল গেটসের সঙ্গে বামে সত্য নাদেলা এবং ডানে স্টিভ বলমার।
মার্চে আরও একটি বড় প্রতিষ্ঠান কিনে নেয় ফেসবুক। ভিডিও গেমের জন্য অকুলাস রিফট নামের যে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেটটি ২০১৫ সালে বাজারে আনার ঘোষণা দিয়ে প্রযুক্তি বিশ্বের মনোযোগ আকর্ষণ করেছে ‘অকুলাস ভিআর’ নামক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটিকেই ২০০ কোটি মার্কিন ডলারে কিনে নেয় ফেসবুক।
মার্চে বিভিন্ন সেলিব্রিটিদের সঙ্গে অস্কার অনুষ্ঠানে উপস্থাপিকা অ্যালেন ডিজেনারের তোলা সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। টুইটারে আপলোড করা এই সেলফি দেখতে মানুষ এমনভাবে হুমড়ি খেয়ে পড়ায়, চাপ সামলাতে সেসময় টুইটারের সেবা সাময়িকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এই সেলফিটি টুইটারে সবচেয়ে বেশিবার রিটুইট হওয়ার রেকর্ড সৃষ্টি করেছে।
২০১২ সালে বের হওয়া ‘ক্যান্ডি ক্রাশ’ অ্যান্ড্রয়েড ও ফেসবুকের অন্যতম জনপ্রিয় গেম। ২০১৩ সালের সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া এবং সবচেয়ে বেশি অর্থোপার্জন করা ফ্রি অ্যাপ ছিল এটি। ২০১৪ সালেও এটি বিশ্বের অন্যতম শীর্ষ জনপ্রিয় গেম। গেমটির নির্মাতা প্রতিষ্ঠান কিং ডিজিটাল এন্টারটেইনমেন্ট এ বছরের মার্চ মাসে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে এসে বড়সড় ছাড়ার ধাক্কা খায়। শেয়ার বাজরে নতুন আইপিও প্রতিষ্ঠানের তালিকায় এ বছরের সবেচেয়ে ব্যর্থ হিসেবে আলোচনার জন্ম দেয়। (ছবিতে যুক্তরাষ্ট্রের পুঁজি বাজরে শেয়ার ছাড়ার আনন্দে ক্যান্ডি ক্রাশ সাগার মাসকটদের উদযাপন করতে দেখা যাচ্ছে, এই আনন্দ পরে আর থাকেনি)।
মার্চ মাসে যুক্তরাষ্টের জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকা নিউজউইকের সাংবাদিক লিয়া গুডম্যান বহুল আলোচিত ভার্চুয়াল কারেন্সি বিটকয়েনের সৃষ্টিকর্তা হিসেবে ক্যালিফোর্নিয়ার প্রবাসী ৬৭ বছর বয়সী ‘সাতোসি নাকামোতা’কে অভিহিত করে বিশ্বে হইচই ফেলে দেয়। এরপর সাংবাদিকরা সাতোসি নাকামোতাকে তার বাসায়, পথে ঘাটে, যেখানে পারে প্রশ্নবাণে জর্জরিত করার ঘটনা ঘটে। তবে নাকামোতোর দাবি করেন, বিটকয়েনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই তার। পাশাপাশি নিউজউইকের খবরটির সঙ্গে দ্বিমত পোষণ করেন অনেকেই।
মে মাসের শেষের দিকে টেক জায়ান্ট অ্যাপল জানায়, ৩০০ কোটি মার্কিন ডলারে জনপ্রিয় হেডসেট নির্মাতা ও মিউজিক স্ট্রিমিং কোম্পানি ‘বিটস ইলেকট্রনিক্স’ কিনে নেওয়ার খবরটি। ছবিতে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকের সঙ্গে বিটস ইলেকট্রনিক্সের সহ-প্রতিষ্ঠাতা (বামে) জিমি লোভাইন এবং ডা. ড্রে (ডান থেকে দ্বিতীয়) ও অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইডি কিউ (ডানে)।
জুনে বিশ্বের শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন তাদের মোবাইল ব্যবসা প্রকল্পের প্রথম স্মার্টফোন হিসেবে বাজারে নিয়ে আসে ‘ফায়ার ফোন’। অনেক স্মার্টফোনে যেসব প্রযুক্তির উন্নত সংস্করণ নেই, সেগুলো ফায়ার ফোনে থাকায় বাজারে আসার আগে থেকেই বেশ আলোচনায় ছিল এই স্মার্টফোনটিতে। বলা হচ্ছিল, এটি স্মার্টফোনের বাজারে অ্যাপলের নতুন আইফোন ও স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি সিরিজের ফোনকে প্রতিদ্বন্দ্বীতায় ফেলবে। কিন্তু বাজারে আসার পর অ্যামাজনের ফায়ার ফোন নামক স্মার্টফোনটির বিক্রি এমনই শোচনীয় অবস্থায় পড়ে যে, জুনে উদ্বোধন হওয়া এই স্মার্টফোনটি পরের তিন মাসে অ্যামাজনের ১৭ কোটি ডলার লোকসানের কারণ হয়ে দাঁড়ায়।
এ বছরে সাধারণ মানের বেশ কিছু অ্যাপকে অপ্রতাশিত সাফল্য পেতে দেখা গেছে। যেমন স্মার্টফোনের ফ্ল্যাপি বার্ড অ্যাপটি অভাবনীয় জনপ্রিয়তা পায়। ফ্ল্যাপি বার্ড গেমটির নির্মাতা বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে প্রতিদিন ৫০ হাজার ডলার আয় করতেন। তবে অবাক করা যে ঘটে যে, ফ্ল্যাপি বার্ড গেমটির নির্মাতা ভিয়েতনামের ডং নিগুয়েন জনপ্রিয় এই গেমটি অ্যাপস স্টোর থেকে সরিয়ে ফেলেন। এক টুইটার বার্তায় তিনি জানান, ‘কোনো আইনি জটিলতা নয় বরং গেমটির সাফল্য, অতঃপর পারিপাশ্বিক চাপ সামলাতে না পেরেই লাভজনক গেমটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এক শব্দের জনপ্রিয় মেসেজিং অ্যাপ ইয়ো ওয়েন্ট ৬০ লাখ ব্যবহারকারী থেকে মাত্র ১ সপ্তাহেই এক মিলিয়ন ব্যবহারকারীর মাইলফলক অর্জন করে জুন মাসে।
এ বছরের গ্রীষ্মের সময়টায় সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকে প্রায় ১৭০ কোটি ব্যবহারকারী আপলোড করেছে ‘এএলএস আইস বাকেট চ্যালেঞ্জ’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য একে অপরকে। একটি দাতব্য সংস্থাকে সহায়তা করার জন্য বরফ পানি শরীরের ঢালার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গেছে প্রযুক্তি বিশ্বের ব্যক্তিত্ব বিল গেটস, মার্ক জাকারবার্গ, ল্যারি পেজসহ বিভিন্ন জনকে। সামাজিক যোগাযোগ সাইটে টক অব দ্য ওয়ার্ল্ডে পরিণত হয়েছিল এই চ্যালেঞ্জটি।
আগস্টে একদল হ্যাকার হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্সসহ, কেট আপটোন, আরিয়ানা গ্রান্ডে সহ প্রথম সারির তারকাদের নগ্ন ছবি অনলাইনে ফাঁস করে দিয়ে বিশ্বব্যাপী আলোচনার ঝড় তোলে। অ্যাপলের আইক্লাউড থেকে তারকাদের অ্যাকাউন্ট হ্যাক করে ফোরচ্যান নামক ওয়েবসাইটে তারকাদের নগ্ন ছবি ফাঁস করে দেয় হ্যাকাররা।
সেপেম্বরে অ্যাপল তার প্রথম স্মার্টওয়াচ ‘অ্যাপল ওয়াচ’ এর সঙ্গে প্রযুক্তি বিশ্বকে পরিচয় করিয়ে দেয়। অ্যাপলের বর্তমান প্রধান নির্বাহী টিম কুকের তত্ত্বাবধানে এটি অ্যাপলের প্রথম নতুন ক্যাটেগরির পণ্য। খুব শিগগিরি অ্যাপল ওয়াচ বাজারে আসতে যাচ্ছে।
সেপ্টেম্বরে অ্যাপল বাজারে নিয়ে আসে প্রযুক্তিপ্রেমীদের বহু কাক্সিক্ষত পণ্য আইফোন-৬ এবং আইফোন-৬ প্লাস স্মার্টফোন। নতুন আইফোন পেতে অ্যাপল স্টোরগুলোতে মানুষজন ১১ দিন ধরে লাইনে অপেক্ষায় থাকার ঘটনাও ঘটে। ব্যাপক জনপ্রিয় এই স্মার্টফোন বাজারে আসার কিছুদিনের মধ্যে ব্যাপক সমালোচনার শিকার হয় বিশেষ করে আইফোন-৬ প্লাস মডেলটি নিয়ে। অনেক ব্যবহারকারী অভিযোগ করে, বড় ডিসপ্লে ও দুর্বল কাঠামোর জন্য পকেটে দীর্ঘক্ষণ রাখলেই বাকাঁ হয়ে যাচ্ছে আইফোন-৬ প্লাস। ব্যবহারকারীরা এই সমস্যাটির নাম দেয় ‘বেন্ডগেট’। তবে অ্যাপল কিছুতেই এই অভিযোগের সত্যতা স্বীকার করেনি, এটা ভিত্তিহীন অভিযোগ বলে জানিয়েছে।
চীনের জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা সেপেম্বরের ১৯ তারিখে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে ১ হাজার ১৫০ কোটি মার্কিন ডলার আইপিও নিয়ে পুঁজিবাজারের ইতিহাসে অন্যতম বৃহৎ আকারের আইপিওর মাধ্যমে পথচলা শুরু করে। চীনের শীর্ষ ধনী হিসেবে ব্যক্তি ঘোষিত হয়েছেন আলিবাবা-র মালিক জ্যাক মা।
অক্টোবর মাসে টেক জায়ান্ট অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক ব্লুমবার্গ বিজনেস উইকে তার নিজের লেখা এক প্রতিবেদনে প্রকাশ করেন যে, তিনি সমকামী। যুক্তরাষ্ট্রে সমকামিতা প্রকাশ্য হলেও এই প্রথম বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি কোম্পানির প্রধান নির্বাহী হিসেবে টিম কুকের মতো ব্যত্ত্বিত্বের এ সাহসী ঘোষণীয় বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। নিজের সমকামিতা নিয়ে টিম কুক বলেন, ‘সমকামী হতে পেরে আমি গর্বিত। অনেক কিছুর মধ্যে সমকামী হওয়াটা স্রষ্টার সেরা দান।’
ডিসেম্বরে সনি পিকচার্স এন্টারটেইমেন্ট নজিরবিহীন ভাবে একের পর এক সাইবার হামলায় বিপর্যস্ত হয়ে পড়ার ঘটনা ঘটে। হ্যাকাররা সনির পিকচার্স এন্টারটেইনমেন্টের কম্পিউটার সিস্টেম হ্যাক করার পাশাপাশি সনির কর্মীদের ই-মেইল, বাসার ঠিকানা, সোশ্যাল সিকিউরিটি নম্বরসহ ব্যক্তিগত বিভিন্ন তথ্য ফাঁস করে দেয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির সিক্রেট ও টপ সিক্রেট অভ্যন্তরীণ ডাটা হাতিয়ে নেওয়ায় সনি পিকচার্সকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে তিন সপ্তাহের মতো সময় লাগতে পারে বলে সনি কর্তৃপক্ষ জানায়। গার্ডিয়ান অব পিস (জিওপি) নামক একটি হ্যাকার সংগঠন এই সাইবার হামলা চালায়।