ঢাকা:এবার ৫৪টি নিউজ পোর্টাল ও ওয়েবসাইট বন্ধের নির্দেশ দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সোমবার দিবাগত রাতে বিটিআরসি থেকে এই নির্দেশনা দেয়া হয়েছে। তবে এবারের নির্দেশনার তালিকা থেকে পরিবর্তন ডট কম, প্রিয় ডট কম, রাইজিংবিডি ও ঢাকা টাইমস২৪ ডট কম-কে বাদ দেয়া হয়েছে।
বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক জাকির হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশের সবগুলো আইআইজিকে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) ৫৪টি ওয়েবসাইট বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। এসব সাইট ও লিংক থেকে গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ ছিল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সাইটগুলো বন্ধের নির্দেশনা পাঠানো হয়।
এর আগে রোববার রাতে ৫৮টি ওয়েবসাইট ও লিংক বন্ধের নির্দেশনা দিয়েছিল বিটিআরসি। সকাল থেকেই পোর্টালগুলো বন্ধের প্রক্রিয়া শুরু করে কর্তৃপক্ষ। এরপর ওইদিন সন্ধ্যায় সবগুলো সাইট ফের চালুর নির্দেশনা দেয়া হয়। এবার নতুন করে ৫৪টি ওয়েবসাইট ও লিংক বন্ধের নির্দেশনা দিল বিটিআরসি।
আইআইজি সূত্রে জানা গেছে, বিটিআরসি’র নির্দেশনা বাস্তবায়ন করা হয়েছে।