মাসুদ পারভেজ কাপাসিয়া (গাজীপুর): আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৪ জন সফল নারী নেত্রীকে জয়িতা পুরস্কার প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আকতার, উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রওশনারা সরকার, ব্র্যাক সিনিয়র জেলা ব্যবস্থাপক মোসাঃ সামসুন নাহার, নারী নেত্রী খাদিজা বেগম প্রমূখ। সমাজ উন্নয়নে অর্থনৈতিক সাফল্য অর্জনে অসামান্য অবদানের জন্য খাদিজা খানম, এসিড নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরুর জন্য মার্জিয়া আক্তার, সমাজ উন্নয়নের জন্য হাসনা হেনা, সফল জননী মোসাঃ রাশিদা জাহান জয়িতা পুরস্কার লাভ করেন। তাদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ পত্র প্রদান করা হয়।