ঢাকা:নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তারকৃত শিক্ষক হাসনা হেনার মুক্তির দাবিতে অনশন শুরু করেছে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একদল শিক্ষার্থী।
আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসার সামনে পোস্টার-প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ ও অনশন শুরু করে শিক্ষার্থীরা। একইসঙ্গে ক্লাসও বর্জন করেছেন তারা। তবে পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হচ্ছে।
অরিত্রী আত্মহত্যা করার পর তার বাবার করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় গত বুধবার গ্রেফতার করা হয়েছে হাসনা হেনাকে।
শিক্ষকের মুক্তি দেওয়া না হলে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। অনশনে উপস্থিত রয়েছে কয়েকজন অভিভাবক ও সাবেক শিক্ষার্থীও।
সেখানে উপস্থিত এক অভিভাবক বলেন, দোষীদের বিচার অবশ্যই চাই। তাই বলে নির্দোষ কোনো ব্যক্তি ষড়যন্ত্রের শিকার হতে পারেন না।