চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ ইউনিয়ন পরিষদের নারীরা ভোট দিতে ভোটকেন্দ্রে যান না। এক নারী পীরের নির্দেশ মান্য করে এই ইউনিয়ন পরিষদের নারীরা ভোট দেওয়া থেকে নিজেদের বিরত রেখেছেন।
স্বাধীনতার পর থেকেই চলেছে এমন ঘটনা।
জানা যায়, এক মহিলা পীরের নিষেধের কারণে স্বাধীনতার পর থেকেই এখানকার নারীরা ভোট দিতে যান না। একটি গুজব থেকেই এই অবস্থার সৃষ্টি হয়েছিল। স্থানীয় লোকজনও তাদেরকে ভোট দিতে উদ্বুদ্ধ করেনি। তবে বেশ কয়েকবার তাদের ভোটকেন্দ্রে নেয়ার চেষ্টা করা হলেও কোনও লাভ হয়নি।
রূপসা দক্ষিণ ইউনিয়নে মোট ভোটার ২৪ হাজার ৪৫৪ জন। এর মধ্যে মধ্যে নারী ভোটার রয়েছে ১২ হাজার ১১৪ জন। লেখাপড়া, বাজার আর অন্যান্য দৈনন্দিন কাজে ঘরের বাইরে বের হলেও নির্বাচনের দিন ঘরে বসেই সময় কাটে এই ইউনিয়নের নারীদের।