বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরীর পদত্যাগ দাবি করে বিবৃতি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল। শনিবার চবি ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক আইনুল হোসেন সাগর প্রেরিত বিবৃতিতে এ তথ্য জানা যায়।
বিবৃতিতে বলা হয়, গত বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী, ছাত্রদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক তালিমুল ইসলাম সায়েমকে পরীক্ষার হল থেকে বের করে অমানুষিক নির্যাতন করে চবি ছাত্রলীগ নামক সন্ত্রাসীরা। এছাড়া তাকে অপহরণ করে প্রক্টর অফিসে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করা হয়।
এসব ঘটনায় অবিলম্বে চিহ্নিত ছাত্রলীগ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, দায়িত্বে অবহেলা, পক্ষপাতিত্ব অবলম্বন ও ছাত্র নির্যাতনে সহায়তার অভিযোগে প্রক্টর আলী আজগর চৌধুরীর পদত্যাগ দাবি করেছে ছাত্রদল।
এ বিষয়ে জানতে চাইলে চবি প্রক্টর আলী আজগর চৌধুরী সাংবাদিকদের জানান, অভিযোগ মিথ্যা। বরং পুলিশের সহায়তায় আমরা তাকে উদ্ধার করেছি।