কেরানীগঞ্জে নূর বেগম (২৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বামীর নাম কবির হোসেন, তিনি আগানগর ইস্পাহানি এলাকায় ভাড়া থেকে বিভিন্ন মার্কেটে টিফিন কেরিয়ারে করে ভাত বিক্রির কাজ করতেন।
শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে দক্ষিণকেরানীগঞ্জ থানার আগানগর এলাকার একটি মার্কেটের আন্ডারগ্রাউন্ড থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, মরদেহের মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে ইটের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।