সিলেট :: আসন্ন একাদশ জাতীয় সিলেট-৬ আসনে বিএনপি মনোনিত দলীয় প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী আজ শনিবার বিয়ানীবাজারের আলীনগর ইউপির নিজ বাড়ীতে নির্বাচন উপলক্ষে এক মতনিময় সভার আয়োজন করেন।
আজিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও আব্দুল কাইয়ুম’র সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় ফয়সল আহমদ চৌধুরী বলেন, আজ দেশে গনতন্ত্র নেই। দেশ বর্তমানে এক কঠিন সময়ের মাধ্যে দিয়ে পেরুচ্ছে। নির্বাচন আসন্ন অতচ নেই নির্বাচনের জন্যে লেভেল প্লেইং ফিল্ড। নেই বাক বা ব্যক্তি স্বাধিনতা। এরপরও গনতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ হিসেবে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ নিয়েছে।
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেবার জন্যে এবং দেশের মালিকানা দেশের মানুষের হাতে ফিরিয়ে দিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেবার জন্যে আহবান জানিয়ে তিনি আরো বলেন, গত দশবছরে উন্নয়নের নামে হয়েছে লুটতরাজ। গুম, খুন, হত্যা রাহাজানিতে মনে হয়না দেশে কোন আইন আদালত রয়েছে। আর এসবের প্রতিবাদ করায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারান্তরিণ করা হয়েছে। গণতন্ত্রের মানসকন্যা বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির সরকার প্রতিষ্ঠা আজ সময়ের দাবী।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপি’র সহ-সভাপতি, সালেহ আহমদ খসরু, জিয়াউল বারী চৌধুরী শাইনু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, এডভোকেট মসরুর চৌধুরী শওকত, শুয়েব উদ্দিন খাঁন, মনসুর আলম চৌধুরী, এমদাদুল হক চৌধুরী, ছানা মিয়া, বাদশাহ, সিকান্দর, জাকারিয়া আহমদ ময়না, রাহেল আহমদ চৌধুরী, হাবিব খালেদ প্রমুখ।