রাতুল মন্ডল শ্রীপুরঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার দুর্লভপুর গ্রামে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে অভিযোগ দেয়ায় কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত যুবক মো .রায়হান (২২) উপজেলার বরমী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা আকতার ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
এর আগে গত রোববার দুপুরে মাদকাসক্ত ছেলে রায়হানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে থানায় অভিযোগ করেন মা আনজুম আরা বেগম।
আনজুম আরা বেগম বলেন, মাদকের টাকার জন্য প্রায় সময়ই বাড়িতে ভাঙচুর চালায় রায়হান। টাকা দিলে চলে যায় আর টাকা না পেলে আমাকে ও আমার মেয়েকে মারধর করে। ওর (রায়হান) অত্যাচারে অতিষ্ঠ হয়ে থানায় অভিযোগ করি।
শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো.আ. রহিম বলেন, মায়ের অভিযোগের প্রেক্ষিতে রায়হানকে গত সোমবার রাতে দুর্লভপুর গ্রাম থেকে আটক করি। পর দিন (মঙ্গলবার) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রায়হানকে আনা হলে মায়ের উপস্থিতিতে ইউএনও স্যার অভিযুক্তকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।