গাজীপুর: গাজীপুর জেলার ৫টি সংসদীয় আসনে বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশী ৬২ জন। তবে প্রধান দুই জোট প্রার্থীদের মধ্যে আলোচনায় যারা আছেন, তাদের সমর্থকদের মাঝে সকাল বিকাল মনোনয়ন লাভের গুজবে চলছে মিষ্টির উৎসব। প্রসঙ্গত: কোন দল বা জোটই এখনো মনোনয়ন ঘোষণা করেনি।
বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, গাজীপুর জেলার ৫টি আসনে মোট দলীয় মনোনয়নপত্র নিয়েছেন ৬২জন। এর মধ্যে মহাজোটের ২৫, ঐক্যফ্রন্টের ২৫ ও জাতীয় পার্টি থেকে ১২জন প্রার্থী রয়েছেন।
গাজীপুর-১(সদর-কালিয়াকৈর) আসনে প্রার্থী ১৭জন। তারা হলেন মহাজোটের ১২জন, ঐক্যফ্রন্টের ২জন, জাতীয় পার্টির ৩জন।
গাজীপুর-২(সদর-টঙ্গী)আসনে প্রার্থী ১৬জন। মহাজোটের ৩জন, ঐক্যফ্রন্টের ১০জন, জাতীয় পার্টির ৩জন।
গাজীপুর-৩(শ্রীপুর) আসনে প্রার্থী ১৫জন। মহাজোটের ৩জন, ঐক্যফ্রন্টের ১০জন, জাতীয় পার্টির ২জন।
গাজীপুর-৪(কাপাসিয়া) আসনে প্রার্থী ৮জন। মহাজোটের ৪জন, ঐক্যফ্রন্টের ২জন, জাতীয় পার্টির ২জন।
গাজীপুর-৫(কালিগঞ্জ) আসনে প্রার্থী ৭জন। এর মধ্যে মহাজোটের ৩জন, ঐক্য ফ্রন্টের ২জন, জাতীয় পার্টির ২জন।
গাজীপুরের ৫টি আসনে ৬২ জন প্রার্থীর মধ্যে হেভিওয়েট প্রার্থীর সমর্থকদের মধ্যে চলছে মিষ্টি বিতরণের উৎসব। মনোনয়ন লাভের গুজবে ওই সকল উৎসব এখন চলামান।
গাজীপুর-১ আসনে আলোচনায় আছেন মহাজোটের প্রার্থী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কামরুল আহসান সরকার রাসেল, কামাল উদ্দিন শিকদার ও রেজাউল করিম রাসেল। ঐক্যফ্রন্টের চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, মজিবুর রহমান, আলহাজ সোহরাব উদ্দিন, কাজী ছাইয়েদুল আলম বাবুল । তবে ওয়ার্কার্স পার্টির প্রার্থী আঃ মজিদ নতুন মাত্রা যোগ করেছেন প্রচারণায়।
গাজীপুর-২ আসনে আলোচনায় আছেন বর্তমান সাংসদ জাহিদ আহসান রাসেল, এড. আজমত উল্লাহ খান। ঐক্যফ্রন্টের অধ্যাপক এম এ মান্নান, হাসান উদ্দিন সরকার, ডাঃ মাজহারুল আলম।
গাজীপুর-৩ আসনে মহাজোটের সাংসদ এডভোকেট রহমত আলী, ইকবাল হোসেন সবুজ, জামিল হাসান দুর্জয়। ঐক্যফ্রন্টের ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু, ইকবাল সিদ্দিকী, সাখাওয়াত হোসেন সবুজ।
গাজীপুর-৪ আসনে মহাজোটের বর্তমান সাংসদ সিমিন হোসেন রিমি, আলম আহমদ ও ঐক্যফ্রন্টের শাহ রিয়াজুল হান্নান।
গাজীপুর-৫ আসনে মহাজোটের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, আক্তারুজ্জামান ও আজম খান। ঐক্যফ্রন্টের ফজলুল হক মিলন। তবে নতুনভাবে জনসমক্ষে আসলেন ছাত্রদলের কেন্দ্রিয় নেতা শেখ আহমেদ সাইমুম।
এছাড়া আলোচনায় নেই অথচ মনোনয়ন লাভের সম্ভাবনা আছে, এমন অনেক প্রার্থীও রয়েছেন। তবে যারাই মনোনয়ন লাভ করেন তাদের পক্ষেই কাজ করবেন অন্যরা, এমন প্রতিশ্রুতি প্রত্যেকের।
সাধারণ ভোটাররা বলছেন, অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে এবার অনেক প্রার্থী মাঠে রয়েছেন। দলীয় চূড়ান্ত মনোনয়ন ও নির্বাচন কমিশনে মনোনয়ন দাখিল, প্রত্যাহার ও চূড়ান্ত তালিকার পর প্রতিদ্বন্ধি প্রার্থীর প্রকৃত সংখ্যা জানা যাবে। আর এরপরই শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচন।