আর এটিই আমার জীবনে সব কিছু বদলে দিয়েছে। ‘ উল্লেখ্য, প্রিয়াঙ্কা চোপড়া ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে ‘বরফি’র অভিনেত্রী পূর্ণ করলেন এক যুগ। দীর্ঘ সময় তিনি বিশ্বের সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করতে গিয়ে চড়ে বেড়িয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে। এমনকি মিয়ানমার থেকে পালিয়ে আসা মুসলিম রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশা প্রত্যক্ষ করার জন্য বাংলাদেশে এসে চট্টগ্রামের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন।

Slider জাতীয়

সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা – সংগৃহ
বৃহস্পতিবার রাজশাহী অভিমুখে যে রোডমার্চের ঘোষণা দেওয়া হয়েছিল তা স্থগিত করেছে জাতীয় ঐক্যফ্রন্ট; তবে শুক্রবার রাজশাহীতে জনসভা হবে। ঐক্যফ্রন্টের মুখ্যপাত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা জানিয়েছেন।

এর আগে নির্বাচনকালীন সরকার, সংসদ ভেঙে দিয়ে নির্বাচন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ ৭ দফা নিয়ে আরও আলোচনার দাবি জানিয়েছিল জাতীয় ঐক্যফ্রন্ট। বুধবার প্রধানমন্ত্রীর সাথে অনুষ্ঠিত দ্বিতীয় দফা সংলাপে এমন প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছেন দলটির নেতারা।

এদিকে ঐক্যফ্রন্টের এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সংলাপ শেষে ওবায়দুল কাদেরও বলেছেন, ভবিষ্যতে অনানুষ্ঠানিক আলোচনা হতে পারে।

সংলাপ শেষে সংবাদ ব্রিফিংয়ে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা আন্দোলনে আছি। কাল রাজশাহীতে সমাবেশ হবে। সংলাপ আমাদের আন্দোলনেরই অংশ। যে সমস্যা তৈরি হয়েছে, তা আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত। সরকার যদি তা না চায়, তার দায়ভার তাদের। আমরা আমাদের দাবিগুলো নিয়ে জনগণের কাছে যাচ্ছি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিতীয় দফায় সংলাপ শেষে বুধবার বিকেলে রাজধানীর বেইলি রোডে ড. কামাল হোসেনের বাসায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সরকারের কাছে তারা আরও আলোচনার প্রস্তাব দিয়েছেন। আলোচনা অব্যাহত থাকবে। আলোচনা ফলপ্রসূ কি না, সেটা জনগণই ঠিক করবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে আলোচনা হয়েছে। আইনিভাবে তা হতে পারে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, ‘শান্তিপূর্ণ অবস্থা হোক, সেটাই আমরা চাচ্ছি।’

এ দিকে বৃহস্পতিবার তফসিল ঘোষণার তারিখ পেছানোর কথা বলেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘সংবিধানসম্মতভাবে আমরা তফসিল ঘোষণার তারিখ পেছানোর কথা বলেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *