কয়েক দিন আগে তনুশ্রী দত্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন রাখি সাওয়ান্ত। অভিযোগ করেছিলেন, এক সময়ে তনুশ্রী নাকি একাধিকবার ধর্ষণ করেছিলেন তাকে।
এবার সেই অভিযোগেরই জবাব দিলেন তনুশ্রী দত্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তনুশ্রী দাবি করেন, ‘‘রাখি সাওয়ান্ত একজন রূপান্তরকামী, ইন্ডাস্ট্রির অনেকেই বিষয়টি জানেন। ’’
সেই সঙ্গে তনুশ্রী জানান, ‘‘রাখি আমি তোমার সঙ্গে কোনও ঝগড়া চাইছি না। তুমি যা খুশি তা বলতে পারো, আমি এক কান দিয়ে শুনছি, অন্য কান দিয়ে বার করে দিচ্ছি তোমার কথা। তোমার সঙ্গে ঝগড়া করা মানে নর্দমার শুয়োরের সঙ্গে ঝগড়া করা। বাস্তবে একজন শুয়োর এসব করতেই মজা পায়। ’’
প্রসঙ্গত, রাখি আগে অভিযোগ করেছিলেন, ‘‘তনুশ্রীকে বাইরে থেকে মহিলা মনে হলেও তিনি ভিতর থেকে একজন পুরুষ। এই জন্য নাকি তনুশ্রী দত্ত ছেলেদের মতো নিজের চুল ছোট করেছেন। একাধিকবার তাকে ধর্ষণও করেছেন।