হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাটে কয়েক দিন আগেই পাইকারি বাজারে বেগুন প্রতি কেজি ২৫ টাকা ও মুলা ২০ টাকা ছিল। এ বাজার দরের সংবাদটি এখনো পুরনো।
এখন বেগুন মূল্য প্রতি কেজি ৮ থেকে ১০ টাকা। আর মুলা ৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দিন যত চলে, বাজারে তত দাম কমছে বেগুন ও মুলার। এমন দরপতনে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছে।
জানা যায়, এক সপ্তাহ আগে পাইকারি বাজারে বেগুনের দাম ছিল প্রতি মণ সাড়ে ৭ শত টাকা থেকে সাড়ে ৮ শত টাকা পর্যন্ত। মুলা প্রতি মণ ৬ শত থেকে সাড়ে ৬ শত টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। হঠাৎ করে শনিবার থেকে সেই বেগুন প্রতি মণ ৩ শত টাকা আর মুলা ১ শত ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
জানা গেছে, লালমনিরহাট জেলার আদিতমারী ও হাতীবান্ধা উপজেলায় অধিকাংশ কৃষকআগাম বেগুণ ও মুলার চাষ করেন কৃষকেরা। দামও ভাল ছিল।
অনেকে চাষিই বলেছিল- বেগুন ও মুলার এমন আকাশছোঁয়া দাম আগে কখনো দেখেনি। কিন্ত সপ্তাহ ব্যবধানে দাম পাতালে ঠেকেছে।
গত শনিবার বিকালে জেলার হাতীবান্ধা হাটে দেখা যায় বেগুন ও মুলার বাজারের এমন চিত্র।
আজিজার রহমান নামে এক বেগুন চাষী বলেন, তিনি ৩৫ শতাংশ জমিতে বেগুন চাষ করেন। এতে খরচ হয়েছে ২৫ হাজার টাকা।
এখন পর্যন্ত বিক্রি করেছেন ১৮ হাজার টাকা। তবে এখনো লাভের মুখ দেখতে পায়নি তিনি।
জেলা কৃষি সম্পসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় এবার আগাম শীতকালীন সবজি চাষ করা হয়েছে ৫ হাজার ৪ শত ৩০ হেক্টর জমিতে।
লালমনিরহাট জেলা কৃষি কর্মকর্তা বিধু ভূষণ রায় জানান, সরকারের কৃষি পরিবেশ বান্ধবনীতি ও সার-বীজের সহজলভ্যতার কারণেই লালমনিরহাট জেলায় বেগুন ও মুলার বাম্পার ফলন হয়েছে।