এবার পিৎজা খেয়েই জিততে পারেন প্রায় ৪১,০০০ টাকা৷ অফারটি নিয়ে এল আয়ারল্যান্ডের ডাবলিন এলাকার একটি পিৎজা আউটলেট৷ যেখানে বলা হয়েছে, ‘মনস্টার’ পিৎজাটি শেষ করতে পারলেই পুরষ্কার হিসেবে পাবেন এই টাকা। তবে এই ধরণের চ্যালেঞ্জ অবশ্য নতুন নয়৷ এর আগেও বহুবার এই ধরণের প্রস্তাব জেতার সুযোগ পেয়েছেন সাধারণ মানুষ৷
৩২ ইঞ্চের দানব সাইজের এই পিৎজাটি অফারটি এনেছে পিনহেডস পিৎজা৷ তবে এখানেই শেষ নয়, দানব সাইজ এই পিৎজার সঙ্গে থাকছে দুটি মিল্কসেক৷ চ্যালেঞ্জটি ছিল জায়েন্ট পিৎজাটি শেষ করা এবং একই সঙ্গে একচুমুকে মিল্কসেকগুলিকেও শেষ করতে হবে৷ আউটলেটের কর্মকর্তা জানাচ্ছেন, এখনও পর্যন্ত ১০০ জনের বেশি মানুষ ট্রাই করেছেন৷ তবে চ্যালেঞ্জটি এখনও কেউই জিততে পারেননি৷
জানা গেছে, পিৎজা চ্যালেঞ্জটি কেউই জিততে পারবেন না, এমনই মনে করছেন পিৎজা আউলেটের সেই কর্মকর্তা৷ শুধু তাই নয়, বিষয়টি নিয়ে তিনি বেশ আত্মবিশ্বাসীও বটে৷ শুধুমাত্র সাধারণ মানুষই নয়, পিৎজা চ্যালেঞ্জে অংশগ্রহণ করেছেন এক স্থানীয় সংবাদ মাধ্যমের সাংবাদিকও৷ কিন্তু তিনিও এই চ্যালেঞ্জে ব্যর্থ প্রমাণিত হয়েছেন৷ ইতোমধ্যেই পিৎজা চ্যালেঞ্জের একটি ভিডিও সামনে এসেছে৷ যেখানে উক্ত সাংবাদিককে মজাদারভাবে জায়েন্ট পিৎজাতে কামড় বসাতে দেখা গিয়েছে৷ তিনি বেশ মজার ছলেই চ্যালেঞ্জটি নিয়েছেন৷
অন্য আরেক ব্যাক্তি ৩৫ মিনিটে জায়েন্ট পিৎজাটির তিনটি স্লাইস খেতে পেরেছেন৷ তবে তিনি মিল্কসেকটি খেতে পারেননি৷ পিৎজা চ্যালেঞ্জে অংশগ্রহণকারী এক ব্যক্তি জানাচ্ছেন, আগেও এই ধরণের চ্যালেঞ্জে অংশগ্রহণ করেছি৷ কিন্তু এটা যথেষ্ট কঠিন৷ সবমিলিয়ে পিৎজা চ্যালেঞ্জটি হয়ে উঠেছে বেশ আকর্ষণীয়৷ চ্যালেঞ্জ জিততে পারুক বা না পারুক, জায়েন্ট পিৎজার স্বাদ চেখে দেখতে অনেকেই আগ্রহ দেখিয়েছেন৷