আগৈলঝাড়া (বরিশাল): বরিশালের আগৈলঝাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের লক্ষ্মীপূজা উপলক্ষে লক্ষ্মী দশহরা ও মেলা অনুষ্ঠিত হয়েছে। এবারের দশহরায় আগত ১৭টি লক্ষ্মী প্রতিমা’র মধ্যে প্রতিযোগিতার ভিত্তিতে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক (মন্ত্রী), স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি’র পক্ষ থেকে ১ম স্থান অধিকারী লক্ষ্মী প্রতিমাকে সোনার নৌকা প্রদান করা হয়েছে।
শুক্রবার সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে শ্রীশ্রী লক্ষ্মী দশহরা উপলক্ষে মেলায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, কাঠের আসবাবপত্র, সৌখিন ও বাহারী হরেক রকম খেলনা ও তৈজসপত্রের পশরা সাজিয়ে বসেছিল দোকানীরা। শুক্রবার রাতে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিক্ষক সুনীল কুমার বাড়ৈ’র সভাপতিত্বে কলেজ মাঠের স্বাধীনতা মঞ্চে পুরস্কার বিতরণী সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সমন্বয়ক আবু সালেহ্ মো. লিটন সেরনিয়াবাত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপুল দাস প্রমুখ।
আগৈলঝাড়ায় ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ
আগৈলঝাড়া (বরিশাল): বরিশালের আগৈলঝাড়ায় এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ পোস্টমর্টেমের জন্য বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে।
স্থানীয় ও পরিবারসূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বাটরা গ্রামের মৃত বনমালী সরকারের মেয়ে নিপা সরকার (২০) গতকাল শনিবার সকালে ঘরের পিছনে আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে গোপালগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের শেষবর্ষের ছাত্রী ছিল। তবে নিপার আত্মহত্যার ব্যাপারে কোন তথ্য এই রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি। পুলিশকে সংবাদ দিলে এসআই জামাল হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ বিকেলে পোস্টমর্টেমের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।