নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ ডিস্ট্রিবিউশন এবার বাজারে নিয়ে এলো সিলিং ফ্যান। জিডিএল নামে এই সিলিং ফ্যানটির ছয়টি ডিজাইন বাজাজাতকরণের লক্ষ্যে উদ্বোধন করা হয়েছে।
রাজধানীর মিরপুর গ্রামীণ ব্যাংক ভবন মিলনায়তনে পরিবেশকদের উপস্থিতিতে কেক কেটে সিলিং ফ্যান এর উদ্বোধন করেন গ্রামীণ ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হোসেন, মহাব্যবস্থাপক মো. জহুরুল হক এবং চিফ মার্কেটিং অফিসার সিরাজুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে আশরাফুল হোসেন বলেন, জিডিএল ফ্যান নিয়ে আমরা শুধু ব্যবসা করতে আসিনি। মুনাফা করাই আমাদের লক্ষ্য নয়। আমরা ব্যবসায় নতুন ধারা সৃষ্টি করতে চাই।
তিনি বলেন, গ্রামীণ মানেই বিশ্বাস। এই বিশ্বাস নিয়ে আমরা দেশের মানুষের কাছে এক বিদ্যুৎ সাশ্রয়ী ও নিরাপদ সিলিং ফ্যান পৌঁছে দিতে চাই।
মহাব্যবস্থাপক মো. জহুরুল হক জানান, সাভারের কাশিমপুরে গ্রামীণের নিজস্ব কারখানায় এই ফ্যানটি উৎপাদন করা হচ্ছে।
কারখানাটিতে প্রতি মাসে ৬ হাজার ফ্যান উৎপাদন করা হয়। বিদ্যুৎ সাশ্রয়ী এলুমিনিয়াম বডির এই ফ্যানটিতে ব্যবহার করা হয়েছে হেবি ডিউটি মোটর কনস্ট্রাকশন ও শতভাগ বিশুদ্ধ কপার।
ফলে এতে কোন বাড়তি শব্দ হবে না, প্রচুর বাতাস দেবে। সাত বছরে সাত বছরের গ্যারান্টি দেয়া হয়েছে এতে।