নারায়ণগঞ্জ শহরে গৃহবধূকে গণধষর্ণের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। সোমবার রাতে মোবারক সাহা রোড বাবুরাইল এলাকার হেলাল উদ্দিন হেলুর বাড়িতে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার দুপুরে ধর্ষিতা নিজে বাদী হয়ে ৩ জনকে আসামি করে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
আসামিরা হলেন ওয়াজুদ্দিন প্রামানিক (৩৫), উজ্জল সরদার (৩৭) ও বাদশা গাজী (৩৬)। তারা সবাই ভ্যান চালক। বাবুরাইল এলাকা বাসাভাড়া নিয়ে বসবাস করে।
সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন ধর্ষিতার বরাত দিয়ে জানান, শহরের বাবুরাইল এলাকায় ভাড়াবাড়িতে জোরপূর্বক প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে গণধর্ষণ করে। গণধর্ষণের সময় ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালানোর চেষ্টা করে। ওই সময় তাদের আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। এসআই আরো জানান, তাদের বিরুদ্ধে ধর্ষিতা নিজেই বাদী হয়ে মামলা করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।