সিরিয়ার দেইর আয-যৌর প্রদেশে মার্কিন বিমান হামলায় শিশুসহ ৩২ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। কথিত মানবাধিকার সংগঠন ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি বলেছে, বৃহস্পতিবার রাতে সাত শিশুসহ ১৮ জন এবং শুক্রবার ১৪ জন বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছে। আহতের সংখ্যাও অনেক। এ হামলায় নয় জন দায়েশ সন্ত্রাসীও প্রাণ হারিয়েছে বলে অবজারভেটরি দাবি করেছে।
২০১৪ সাল থেকে এ পর্যন্ত সিরিয়া ও ইরাকে এক হাজার একশ’ বেসামরিক ব্যক্তিকে হত্যার কথা স্বীকার করেছে আমেরিকা। তবে নিরপেক্ষ সূত্রগুলো বলছে, মার্কিন হামলায় নিহত বেসামরিক মানুষের সংখ্যা এর চেয়ে অনেক বেশি।
আমেরিকা সিরিয়ার সরকারের কোনো অনুমতি ছাড়াই সেদেশে অবস্থান নিয়েছে এবং বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে। সিরিয়ার সরকার বলেছে, মার্কিন হামলায় বেসামরিক মানুষ হতাহতের পাশাপাশি দেশের অবকাঠামো ধ্বংস হয়েছে। মার্কিন বাহিনী সেদেশে তৎপর সন্ত্রাসীদের সমর্থন দিয়ে যাচ্ছে বলেও দামেস্ক জানিয়েছে।